ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

খেলা

শেষ হলো মিনি স্কাই ম্যারাথন প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:২২, ডিসেম্বর ৪, ২০১৫
শেষ হলো মিনি স্কাই ম্যারাথন প্রতিযোগিতা ছবি: জি এম মুজিবুর/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা থেকে: নীল সাগর গ্রুপ করপোরেট ও ঢাকা মিনি স্কাই ম্যারাথন প্রতিযোগিতা শেষ হয়েছে।

শুক্রবার (০৪ ডিসেম্বর) সকাল ৭টা ৩২ মিনিটে আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) গেট থেকে এ দৌড় প্রতিযোগিতার শুরু হয়।

প্রায় সোয়া এক ঘণ্টা ধরে চলে প্রতিযোগিতাটি।

দৌড় চলে পূর্বাচল হাইওয়ের এক্সপ্রেস ওয়ে ধরে ইছাপুর সেতু পর্যন্ত পাঁচ কিলোমিটার। সেখান থেকে আবার বসুন্ধরার গেটে এসে শেষ হয়। মোট দশ কিলোমিটার পথ দৌড়ান প্রতিযোগীরা। এতে অংশ নেন ঢাকার বিভিন্ন এলাকার চার শতাধিক প্রতিযোগী।

প্রতিযোগিতাটির আয়োজন করেছে এভারেস্ট একাডেমি ও অ্যা ফর অ্যাডভেঞ্চার নামে দু’টি সংগঠন। ম্যারাথন পরিচালনা করেন এভারেস্ট জয়ী মুসা ইব্রাহীম।

প্রতিযোগিতাটি এক মাস ধরে অনুষ্ঠিত হচ্ছে। ঢাকার আগে ম্যারাথনটি ৬ নভেম্বর সিলেটে, ১৩ নভেম্বর বরিশালে ও ১৪ নভেম্বর বরগুনার আমতলীতে অনুষ্ঠিত হয়। এরপর অনুষ্ঠিত হবে চট্টগ্রামে।

দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত প্রতিযোগিতায় যে ১০ জন করে সেরা হবেন, তাদের নিয়ে মোট ১০০ জন প্রতিযোগী বান্দরবানে অনুষ্ঠেয় চূড়ান্ত ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৫
এমআইকে/এসআই/আরএইচএস/টিআই

** মিনি স্কাই ম্যারাথন প্রতিযোগিতা চলছে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।