ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গোল না করলেও মেসি ‘নাম্বার ওয়ান’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০১৫
গোল না করলেও মেসি ‘নাম্বার ওয়ান’ লিওনেল মেসি / ছবি: সংগৃহীত

ঢাকা: ইনজুরি কাটিয়ে প্রায় দুই মাস পর মাঠে নামেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। মর্যাদার লড়াই ‘এল ক্লাসিকো’ ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে মাঠে নামেন বদলি ফুটবলার হিসেবে।

সে ম্যাচে গোল পাননি বার্সেলোনার প্রাণভোমরা মেসি।

পরের ম্যাচে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি আসরে মেসি বার্সার হয়ে মাঠে নেমে করেছিলেন জোড়া গোল। প্রতিপক্ষ ইতারিয়ান জায়ান্ট রোমা উড়ে গিয়েছিল ৬-১ ব্যবধানে। ইউজুরি ফেরত মেসি সবশেষ লা লিগায় রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে ম্যাচ শেষ হওয়ার কয়েক সেকেন্ড আগে দলের হয়ে গোল করেন।

রিয়ালের বিপক্ষে পুরো সময় খেলতে না পারলেও মেসি রোমার বিপক্ষে ক্যাম্প ন্যুতে ম্যাচের ৯০ মিনিট মাঠ কাঁপিয়েছেন। সোসিয়েদাদের বিপক্ষেও পুরোটা সময় জুড়ে ছিলেন অসাধারণ গতিতে। রিয়ালের বিপক্ষে যদিও মেসির সতীর্থরা বুঝতে দেয়নি প্রথমার্ধে মাঠে নেই তিনি। তবে, বিশ্ব ফুটবল অবাক হয়ে দেখছে বলের সঙ্গে সম্পর্কহীন দুই মাস পার করেও মেসি কিভাবে নিজেকে মেলে ধরছেন।

বার্সার দলপতি আন্দ্রেস ইনিয়েস্তার কণ্ঠেও দলের সেরা স্ট্রাইকারের প্রশংসা। কাতালান অধিনায়ক সোসিয়েদাদ ম্যাচের পর বলেন, ‘মেসি সব সময়ই এক নাম্বার ফুটবলার। গোল পেলেও সে নাম্বার ওয়ান, গোল না পেলেও সে নাম্বার ওয়ান। ’

সোসিয়েদাদের বিপক্ষে যখন নেইমার-সুয়ারেজরা গোল করে চলেছেন, তখনও মেসির নামের পাশে শূন্য। বেশ কয়েকবার গোলের দেখা পেতে পেতেও পাওয়া হচ্ছিলো না অধরা স্কোর। দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে তার নেওয়া দুদার্ন্ত শট গুলো প্রতিপক্ষের ডিফেন্সে বাধা পেয়ে ফিরে আসতে থাকে। ডিফেন্ডারদের সঙ্গে যোগ দেন প্রতিপক্ষের গোলরক্ষকও। আরও যোগ দেন সোসিয়েদাদের গোলবার। মেসির নেওয়া বাঁকানো শট যেমন ক্রসবারে লেগে ফিরেছে, তেমনি গোললাইন অতিক্রম করার আগে আর্জেন্টাইন ফুটবল জাদুকরকে ভাগ্যদেবী ফিরিয়ে দিয়েছেন হতাশা উপহার দিয়ে। শেষ সময়ে গোলের দেখা ঠিকই পেয়েছেন মেসি।

ইনিয়েস্তা মেসি প্রসঙ্গে আরও যোগ করেন, ‘আমি মনে করি না মেসির গোল পাওয়ার দরকার আছে। বিশেষ কিছু করে দেখাতে তার স্কোর করার কোনো প্রয়োজন নেই। আমরা সকলে জানি সে বড় মাপের ফুটবলার। সে যদি গোল পায়, আমাদের জন্য সেটি হবে গ্রেট। আর যদি গোল না পায়, তাতেও কোনো সমস্যা নেই। ’

স্বমহিমায় ফেরা মেসি আর দলের দুর্দান্ত ফর্ম বার্সাকে আবারো অন্যগ্রহের দল বানিয়ে দিয়েছে। দীর্ঘদিন পর মাঠে ফিরেও আর্জেন্টাইন তারকা জাদুমন্ত্রটা ভুলে যাননি। তার এমন রাজকীয় প্রত্যাবর্তন, সঙ্গে ফর্মে থাকা লুইস সুয়ারেজ-নেইমারদের দারুণ কম্বিনেশনে গত মৌসুমের ট্রেবল জয়ী বার্সা চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলো নিশ্চিত করার পাশাপাশি লা লিগাতেও রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষে।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ২৯ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।