ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৮ জুলাই ২০২৫, ১২ মহররম ১৪৪৭

খেলা

পূর্ণ তিন পয়েন্ট লিভারপুলের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৫, নভেম্বর ৩০, ২০১৫
পূর্ণ তিন পয়েন্ট লিভারপুলের ছবি: সংগৃহীত

ঢাকা: স্বাগতিক হিসেবে ঘরের মাঠ অ্যানফিল্ডে খেলতে নেমে জয় তুলে নিয়েছে লিভারপুল। আতিথ্য নেওয়া সোয়ানসি সিটিকে ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি আসরের এ ম্যাচে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে লিভারপুল।



গত ম্যাচে উড়ন্ত ম্যানচেস্টার সিটিকে ৪-১ গোলে হারিয়ে এ ম্যাচে মাঠে নামে ইউর্গেন ক্লপের শিষ্যরা। মাঝে ফ্রেঞ্চ ক্লাব বোর্ডেক্সকে ২-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের নকআউট পর্ব নিশ্চিত করে দলটি।

ইংলিশ প্রিমিয়ারে রোববার রাতের ম্যাচে জেমস মিলনারের গোলে জয় পেয়েছে লিভারপুল। ম্যাচের প্রথমার্ধে নরউইচের কাছে আটকে যাওয়া অল রেডসরা দ্বিতীয়ার্ধে গোলের দেখা পায়। সেটিও আবার পেনাল্টি গোল। ম্যাচের ৬২ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে গোলটি করেন জেমস মিলনার।

বাকি সময়ে আর কোনো গোল হয়নি। ফলে, ১-০ গোলের জয় নিয়ে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করলো অল রেডসরা।

লিভারপুলের পয়েন্ট বেড়ে দাঁড়ালো ১৪ ম্যাচে ২৩। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান ছয় নম্বরে। শীর্ষে রয়েছে ১৪ ম্যাচ খেলে ২৯ পয়েন্ট পাওয়া ম্যানসিটি।

বাংলাদেশ সময়: ০০১৫ ঘণ্টা, ৩০ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।