ঢাকা, সোমবার, ২৮ আশ্বিন ১৪৩২, ১৩ অক্টোবর ২০২৫, ২০ রবিউস সানি ১৪৪৭

খেলা

সেরা কোচের দৌড়ে এনরিক-গার্দিওলা-সাম্পাওলি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:৫২, নভেম্বর ৩০, ২০১৫
সেরা কোচের দৌড়ে এনরিক-গার্দিওলা-সাম্পাওলি ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৫ সালের সেরা কোচের চূড়ান্ত তিনজনের তালিকায় জায়গা করে নিয়েছেন বার্সেলোনার কোচ লুইস এনরিক। বাকি দু’জন হলেন বায়ার্ন মিউনিখের পেপ গার্দিওলা এবং চিলির কোচ জর্জ সাম্পাওলি।



সুইজারল্যান্ডের জুরিখে ২০১৬ সালের ১১ জানুয়ারি জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বর্ষসেরা কোচের পুরস্কার তুলে দেওয়া হবে।

সবার ওপরের থাকতে পারেন এনরিক, তা অনুমেয়ই ছিল। কাতালানদের হয়ে প্রথম মৌসুমেই পেয়েছেন অভাবনীয় সাফল্য। দলকে জিতিয়েছেন লা লিগা, কোপা দেল রে আর চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা।

এদিকে গার্দিওলার অধীনে বুন্দেসলিগার শিরোপা ধরে রাখে বায়ার্ন। আর ৪৪তম কোপা আমেরিকার শিরোপা জিততে চিলিকে দারুণভাবে সাহায্য করেন জর্জ সাম্পাওলি। ফাইনালে তার শিষ্যরা আর্জেন্টিনাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ০ নভেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।