ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ম্যারাডোনাকে স্মরণ করিয়ে দিলেন হিগুয়েন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০১৫
ম্যারাডোনাকে স্মরণ করিয়ে দিলেন হিগুয়েন

ঢাকা: জাতীয় দল আর্জেন্টিনার হয়ে মাঠ কাঁপিয়েছিলেন দিয়েগো ম্যারাডোনা। পিছিয়ে ছিলেন না ক্লাবের পারফরম্যান্সেও।

সুদীর্ঘ ২১ বছরের ক্লাব ক্যারিয়ারে বিভিন্ন দলের হয়ে খেললেও ফুটবলের ঈশ্বর সবচেয়ে সফল ছিলেন নাপোলিতে। এবার নাপোলির এ কিংবদন্তিকে স্মরণ করিয়ে দিলেন আরেক আর্জেন্টাইন তারকা গঞ্জালো হিগুয়েন।

সোমবার ইতালিয়ান সিরি আ লিগে ইন্টার মিলানকে ২-১ গোলে হারিয়ে ১৯৯০ সালের পর প্রথমবারের মতো লিগ টেবিলের শীর্ষে উঠলো নাপোলি। আর দলের এ জয়ে দারুণ ভূমিকা রাখা হিগুয়েনই করেন দুটি গোল। যার ফলে দুইয়ে থাকা সান পাওলোর দল ইন্টারের সঙ্গে জায়গা অদল-বদল করে নাপোলি।

এদিন আর্জেন্টাই স্ট্রাইকার ম্যাচের দুই মিনিটেই প্রথম গোলের দেখা পান। ৬২ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি।

এদিকে হিগুয়েন সান পাওলোতে পর পর আট ম্যাচে গোল করার গৌরব অর্জন করলেন। ইন্টারের আগে সাম্পদোরিয়া, ল্যাজিও (পর পর দুই ম্যাচে), জুভেন্টাস, ফিওরেন্টিনা, পালেরমো এবং উদিনিসের বিপক্ষে গোল পান ২৭ বছর বয়সী এ তারকা। ঘরের মাঠে পর পর আট ম্যাচে গোল করেছিলেন ম্যারাডোনাও।

আলবেসেলিস্তা সাবেক অধিনায়ক ম্যারাডোনার দারুণ পারফর্মে নাপোলি ১৯৮৬-৮৭ ও ১৯৮৯-৯০ মৌসুমে সিরি আ’র শিরোপা জিতেছিল। ইতালিয়ান লিগে এখন পর্যন্ত এ দু’বারই ট্রফি ঘরে তোলে দলটি। তবে এবারে হিগুয়েনের পারর্ফম হয়তো তৃতীয়বারের মতো নাপোলিকে শিরোপা জয়ে সাহায্য করবে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ০১ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।