ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অ্যাঁজেতে পিএসজির জয়রথ থামল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০১৫
অ্যাঁজেতে পিএসজির জয়রথ থামল ছবি: সংগৃহীত

ঢাকা: ফ্রেঞ্চ লিগে অ্যাঁজের মাঠে পয়েন্ট খুঁইয়েছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)। পুরো ম্যাচ জুড়েই যেন গোলের জন্য হাহাকার করেন ডি মারিয়া-কাভানিরা।

গোলশূন্য থেকেই ম্যাচের নিষ্পত্তি ঘটে। এর মধ্য দিয়ে পিএসজির টানা ৯ ম্যাচে জয়ের ধারাটা দশম ম্যাচে এসে থামল।

জ্লাতান ইব্রাহিমোভিচকে বিশ্রামে রাখার খেসারতই দিতে হয়েছে লঁরা ব্লাঁকে। সুইডিশ তারকাকে শুরুর একাদশে না নামিয়ে এডিনসন কাভানির ওপর ভরসা রাখেন পিএসজি কোচ। কিন্তু, বেশ কয়েকটি গোলের সুযোগ হাতছাড়া করেন উরুগুইয়ান স্ট্রাইকার।

দ্বিতীয়ার্ধের ৭২ মিনিটে লুকাস মৌরার বদলি হিসেবে মাঠে নামেন ইব্রাহিমোভিচ। কিন্তু, তিনিও জয়সূচক গোল উপহার দিতে পারেননি। অবশ্য, প্রথমার্ধেই লিড নিতে পারত ভিজিটররা। খেলা শুরুর ছয় মিনিটের মাথায় অ্যাঙ্গেল ডি মারিয়ার ক্রস থেকে কাভানির হেড বারে লেগে ফিরে আসে।

বিরতির আগে ডি মারিয়ার বাঁ পায়ের দুর্দান্ত শটও গোলপোস্ট প্রতিহত করে। অ্যাঁজের গোলরক্ষক লুডোভিক বুটেলিও কয়েকটি সেভ করেন। অন্যদিকে, স্বাগতিকদের একটি নিশ্চিত গোলের সুযোগ প্রতিহত করেন পিএসজি গোলরক্ষক কেভিন ট্র্যাপ।

বল দখলের লড়াইয়ে যোজন যোজন এগিয়ে থাকে পিএসজি। অন্যদিকে, মাত্র ২৪ শতাংশ বল দখলে রাখলেও প্রথমার্ধে অ্যাঁজের পারফরম্যান্স ছিল নজরকাড়া। পাল্টা আক্রমণে রীতিমত পিএসজির ডিফেন্স ব্যস্ত রাখে স্বাগতিকরা। তবে দ্বিতীয়ার্ধে স্বরুপে ফিরে লিড নেওয়ার সব প্রচেষ্টাই চালায় লঁরা ব্লাঁর শিষ্যরা। কিন্তু, ম্যাচ শেষে হতাশা নিয়েই মাঠ ছাড়েন ইব্রা-লাভেজ্জি-ডি মারিয়ারা।

অবশ্য, পয়েন্ট খোয়ালেও লিগ ওয়ান চ্যাম্পিয়নদের অপরাজেয় ধারাটা বজায় থাকল। নিজেদের ১৬তম ম্যাচে ১৩টি জয়ের বিপরীতে তৃতীয় ড্রয়ের মুখ দেখে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা পিএসজি।

বাংলাদেশ সময়: ০৯৪৮ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।