ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে হকির দ্বিতীয় পর্বের অনুশীলন ক্যাম্প

সিনিয়র স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০১৫
শুরু হচ্ছে হকির দ্বিতীয় পর্বের অনুশীলন ক্যাম্প

ঢাকা: ২০১৬’র ফেব্রুয়ারি থেকে ভারতের গুয়াহাটি ও শিলংয়ে অনুষ্ঠিত হবে সাফ গেমসের ১২তম আসর। আর এই আসরকে সামনে রেখে সবগুলো ইভেন্টেই জোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশের অ্যাথলেটরা।

অন্যান্য ইভেন্টের পাশাপাশি জোর প্রস্তুতি চলছে হকিতেও। এরই ধারাবাহিকতায় হকিতে শেষ হয়েছে প্রথম পর্বের অনুশীলন ক্যাম্প।

প্রথম পর্ব শেষ হওয়ায় এসএ গেমসের জন্য এবার দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ ক্যাম্পের জন্য ২৭ সদস্যের খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ হকি ফেডারেশন।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) এই তালিকা প্রকাশ করা হয়।

দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ ক্যাম্পে যারা থাকবেন তারা হলেন, জাহিদ হোসেন, অসীম গোপ, আবু সাইদ নিপ্পন, আশরাফুল ইসলাম, ইমরান হাসান পিন্টু, ফরহাদ আহমেদ শিটুল, রেজাউল করিম বাবু, তাপস বর্মন, বেলাল হোসেন, মামুনুর রহমান চয়ন, রোকনুজ্জামান সোহাগ, খোরশেদুর রহমান, নাইমউদ্দিন, সরোয়ার হোসেন, কামরুজ্জামান রানা, ফজলে হোসেন রাব্বি, হাসান যুবায়ের নিলয়, ইরফানুল হক, সাব্বির হোসেন, আরশাদ হোসেন, পুস্কর ক্ষিসা মিমো, মইনুল ইসলাম কৌশিক, মিলন হোসেন, রাসেল মাহমুদ জিমি, রুম্মান সরকার, কৃষ্ণ কুমার দাস, দ্বীন ইসলাম ইমন।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ০৩ ডিসেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।