ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এক ম্যাচের বিরতিতে চেনা রুপে বায়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩১ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
এক ম্যাচের বিরতিতে চেনা রুপে বায়ার্ন ছবি : সংগৃহীত

ঢাকা: বুরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে মৌসুমের প্রথম পরাজয়ের দুঃস্মৃতি ভুলে আবারো জয়ের ধারায় ফিরেছে বায়ার্ন মিউনিখ। যেন চেনা রুপেই ফিরল বাভারিয়ানরা।

লেভা-লামের গোলে ইনগোলসতাদের বিপক্ষে ২-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

গত শনিবারের (৫ ডিসেম্বর) ম্যাচে মনশেনগ্লাডবাখের মাঠে ৩-১ গোলে হারের লজ্জায় ডোবে বায়ার্ন। তবে এক ম্যাচের বিরতিতেই স্বরুপে ফিরল পেপ গার্দিওলার শিষ্যরা। অবশ্য, অ্যালিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের প্রথমার্ধ থাকে গোলশূন্য। বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবলে আধিপত্য বিস্তার করেও গোলের দেখা পাননি মুলার-লেভানডফস্কিরা।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটের স্বাগতিকদের অপেক্ষার অবসান ঘটে। ডিফেন্ডার জেরম বোয়েটেংয়ের পাসে বল জালে জড়ান দুর্দান্ত ফর্মে থাকা রবার্ট লেভানডফস্কি। এর দশ মিনিট পরই ব্যবধান দ্বিগুন করেন অধিনায়ক ফিলিপ লাম। অন্যদিকে, ভিজিটরদের কয়েকটি আক্রমণ প্রতিহত করে বায়ার্নের গোলপোস্ট সুরক্ষিত রাখেন ম্যানুয়েল নয়্যার। নির্ধারিত সময় শেষে প্রত্যাশিত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন জাভি আলোনসো-আর্তুরো ভিদালরা।

পয়েন্ট টেবিলে ১৬ ম্যাচ শেষে ১৪ জয়, এক ড্র ও এক পরাজয়ে ৪৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরো সুসংহত করলো বায়ার্ন। সমান ম্যাচে ২০ পয়েন্টে ১১ নম্বরে ইনগোলসতাদ। এক ম্যাচ কম খেলে দ্বিতীয় স্থানে থাকা বুরুশিয়া ডর্টমুন্ডের সংগ্রহ ৩৫ পয়েন্টে।

বাংলাদেশ সময়: ০৯৩০ ঘণ্টা, ডিসেম্বর ১৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।