ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সান্তোসে বিরক্ত নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৫
সান্তোসে বিরক্ত নেইমার নেইমার / ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে নিজের ফুটবল ক্যারিয়ার শুরু করেন নেইমার। সেখান থেকেই তারকা খ্যাতি পেয়ে পর্যায়ক্রমে জাতীয় দল ও পরে বিশ্বসেরা ক্লাব বার্সেলোনায় যোগ দেন তরুণ এ স্ট্রাইকার।

তবে এবার সাবেক ক্লাবের প্রতিই বিরক্তি পোষণ করলেন সেলেকাও অধিনায়ক।

দু’বছর আগে বার্সায় যোগ দেওয়া নেইমার সান্তোসের অনুমতি ছাড়াই কাতালানদের সঙ্গে আলোচনা করেছেন- এমন অভিযোগ তুলে ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার কাছে রিপোর্ট জমা দেয় দক্ষিণ অামেরিকার দলটি। পরে সাবেক ক্লাবের ওপর নিজের ক্ষোভ প্রকাশ করেন নেইমার।

নেইমার বলেন, ‘আমি এ বিষয়ে যথেষ্ট নিরবতা পালন করেছি। এ ব্যাপারে আমার বাবাকেও দোষারোপ করা হয়েছে। তবে সবচেয়ে বিরক্তিকর বিষয় হচ্ছে সান্তোস আমাদের বিরুদ্ধে চলে গেছে। আমি এ ব্যাপারে দুঃখপ্রকাশ করছি। তবে আমি ঠিক আছি। ’

২০১৩ সালে বার্সায় যোগ দেওয়ার পর এখন পর্যন্ত ৭৮টি ম্যাচ খেলেছেন নেইমার। মাঠের পারফরম্যান্সে দুর্দান্ত খেলা এ তারকা ৫৪টি গোলও করেছেন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ১৪ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।