ঢাকা, শনিবার, ২১ আষাঢ় ১৪৩২, ০৫ জুলাই ২০২৫, ০৯ মহররম ১৪৪৭

খেলা

ওয়ারী ও পুলিশের ম্যাচ ড্র

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:২৫, ডিসেম্বর ১৪, ২০১৫
ওয়ারী ও পুলিশের ম্যাচ ড্র ছবি : সংগৃহীত

ঢাকা: মিনিস্টার ফ্রিজ বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ ফুটবলে ড্র হয়েছে ওয়ারী ক্লাব ও পুলিশ অ্যাথলেটিকস ক্লাবের মধ্যকার ম্যাচটি। দুই দলই একে অপরের জালে একবার করে বল জড়িয়ে ম্যাচটি ১-১ গোলে ড্র করেছে।



বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে খেলার প্রথমার্ধ থেকেই আক্রমণ, পাল্টা-আক্রমণে প্রতিপক্ষের সীমানায় কাঁপন ধরায় দুই দল। তবে, দুই দলের রক্ষণভাগের কারণে খেলার নির্ধারিত ৪৫ মিনিটে কোন দলই গোলের দেখা না পেলে গোলশূন্য রেখেই বিরতিতে যেতে হয়।

তবে, প্রথমার্ধ গোলশূন্য থাকলেও দ্বিতীয়ার্ধে এসে জালের ঠিকানা খুঁজে পায় দু’দলই। দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে মো: শামীমের গোলে ১-০তে এগিয়ে যায় বাংলাদেশ পুলিশ। তবে, তাদের সেই এগিয়ে থাকা খুব বেশিক্ষণ স্থায়ী হয়নি। ১৪ মিনিট পরে ওয়ারী ক্লাবের সাকি চৌধুরীর গোল খেলায় ১-১ এ সমতা আনে। এরপর ব্যবধান বাড়াতে দু’দলই চেষ্টা করেও কোন ফল না হলে ম্যাচ শেষে ১-১ এ সমতা নিয়েই তাদের মাঠ ছাড়তে হয়।

বাংলাদেশ সময়: ১৯২৫ ঘণ্টা, ১৪ ডিসেম্বর ২০১৫
এইচএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।