ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

৪২ খেলোয়াড়কে নিয়ে শুরু মহিলা রেটিং দাবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৫ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০১৫
৪২ খেলোয়াড়কে নিয়ে শুরু মহিলা রেটিং দাবা ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায়, বাংলাদেশ মহিলা দাবা সমিতির আয়োজনে ও গোল্ডেন স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষকতায় প্রথম শমসের আলী মেমোরিয়াল মহিলা রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৫ এর খেলা শুক্রবার (১৮ ডিসেম্বর) হতে দাবা কক্ষে শুরু হয়েছে।

শুক্রবার সকালে উদ্বোধনী অনুষ্ঠানে গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

বাংলাদেশ মহিলা দাবা সমিতির সভানেত্রী আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ সভাপতি মোঃ মোকাদ্দেছ হোসাইন, যুগ্ম সম্পাদক শামীম খান, আন্তর্জাতিক দাবা বিচারক মো: হারুন অর রশিদ, এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স বাংলাদেশ এর সভাপতি মোহাম্মদ এনায়েত হোসেন, সাধারণ সম্পাদক আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, মরহুম শমশের আলীর পুত্রদ্বয় গোল্ডেন স্পোর্টিং ক্লাবের সভাপতি মোহাম্মদ আমির আলী ও শওকত আলী বক্তব্য রাখেন।

৪২ জন খেলোয়াড় এ ইভেন্টে অংশগ্রহণ করছে। প্রথম রাউন্ডের খেলা শেষে ২০জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছেন।

জয়ীরা হলেন: শারমীন সুলতানা শিরিন, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, নাজরানা খান ইভা, জাকিয়া সুলতানা, সাবেকুন নাহার তনিমা, ফাতেমা তুজ জোহরা, প্রতিভা তালুকদার, কিশোয়ারা সাজরীন ইভানা, ফারজানা হোসেন এ্যানি, জাহানারা হক রুনু, আফরিন জাহান মুনিয়া, সুমাইয়া খন্দকার, হামিদা মাহমুদ, জোহরাতুল জান্নাত জিশা, সামিহা আক্তার, আমেনা খাতুন, সৈয়দা ফাহমিদা মালেক, কুমুদি নার্গিস, নোসিন আঞ্জুম ও তাসমিন সুলতানা।

প্রতিযোগিতার খেলা ৭ রাউন্ড সুইস-লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৫৫ ঘণ্টা, ১৮ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।