ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জয়-পরাজয় যাই হোক, থাকবেন না দেল বস্ক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৯ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
জয়-পরাজয় যাই হোক, থাকবেন না দেল বস্ক ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরো ২০১৬ শেষে স্পেন জাতীয় দলের সঙ্গে সকল পাঠ চুকিয়ে ফেলবেন বিশ্বকাপ জয়ী কোচ ভিসেন্তে দেল বস্ক। ৬৪ বছর বয়সী লা রোজাদের এই কোচ জানান, ‘হারি অথবা জিতি’ পরের বছর ফুটবল ছেড়ে অবসরে যাব।



দেল বস্ক ২০০৮ সালে ইউরো কাপজয়ী স্পেন দলের দায়িত্ব গ্রহণের পর দেশটিতে ফুটবলের ‘সোনালি অতীত’ ফিরিয়ে আনেন। দেশটিকে পাইয়ে দিয়েছেন ২০১০ বিশ্বকাপ, জিতেছেন ২০১২ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপও।

দেল বস্ক জানান, সবকিছুই যদি আমার পরিকল্পনা মতো ঘটে, তাহলে পরের বছর আমি অবসরে যাব। ইউরো ২০১৬’র পর ফেডারেশনের সঙ্গে আর কোনো নতুন চুক্তি করবনা। আমার বয়সের দিকেও তাকাতে হবে। এ বয়সে আমি স্পেনের মতো বড় দলের কোচ হিসেবে আর থাকতে পারবনা। ফুটবল ক্যারিয়ারের শেষটাও আমি সোনায় মুড়িয়ে রাখতে চাই।

দেল বস্ক আরও যোগ করেন, আমি আরও আগেই অবসরে যেতে চেয়েছিলাম। কিন্তু, আমার কাজগুলো পূর্ণ করতে পারিনি। এখন মনে হচ্ছে স্প্যানিশ দলটিকে একটি পূর্ণ দল হিসেবে গড়তে পেরেছি। পেশাদারিত্ব কাজ ছেড়ে এখন আমার সময় এসেছে ফুটবলের বাইরে জীবনটাকে উপভোগ করার। অবসরের পর নতুন কোনো চাকরী খুঁজবো না। যখন সত্যিকার অর্থে জাতীয় দলের দায়িত্ব ছেড়ে দিব, প্রথম সকালটিতে মনে হবে আমি একটি স্বাভাবিক জীবনে প্রবেশ করেছি।

স্পেনের সোনালি প্রজন্মকে নিয়ে বিশ্বকাপের মুকুট ধরে রাখার মিশনে ব্রাজিলে (২০১৪ বিশ্বকাপ) উড়াল দিয়েছিলেন দেল বস্ক। টপ ফেভারিট হয়েই দ্বিতীয়বার বিশ্বকাপ জয়ের আশা নিয়ে যান ব্রাজিলে। কিন্তু প্রথম ম্যাচেই নেদারল্যান্ডসের কাছে ৪-১ গোলে হেরে সেই যে ছন্দপতন হলো, আর ঘুরে দাঁড়াতে পারেনি স্প্যানিশরা। দেল বস্কের শিষ্যরা চিলির কাছেও ২-০ গোলে হারায় গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়।

বিশ্বকাপে ব্যর্থতার কারণে স্পেনে কোচ অপসারণের দাবি উঠেছিল। তবে, তার আগেই অবসরে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন বস্ক। স্পেন জাতীয় দলের ভবিষ্যৎ চিন্তা করে চুক্তির মেয়াদটা আরও দুই বছরের জন্য বাড়াতেও রাজি হন তিনি। নিজের সিদ্ধান্তে অটল থেকে দায়িত্ব পালন করা দেল বস্ক চুক্তি অনুযায়ী ২০১৬ সালের ইউরো কাপ পর্যন্ত স্পেন কোচের দায়িত্ব পালন করবেন।

স্পেনকে বিশ্বকাপ জেতানো বর্ষীয়ান এ কোচ স্পেন জাতীয় দলের দায়িত্ব নেওয়ার পর থেকেই সাফল্যের বন্যায় ভেসেছেন। রিয়াল মাদ্রিদকে দুইবার লা লিগা, একবার সুপারকোপা ডি এসপানা, দুইবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, একবার উয়েফা সুপার কাপ জিতিয়েছিলেন তিনি। উয়েফার ক্লাব কোচ হিসেবে দুইবার বর্ষসেরা হয়েছিলেন দেল বস্ক। এছাড়া তিনবার আএফএফএইচএস’র বর্ষসেরা জাতীয় দলের কোচ হওয়া ছাড়াও বর্ষসেরা ক্লাব কোচ নির্বাচিত হন তিনি। ২০১২ সালে ফিফার বর্ষসেরা এ কোচ একই বছর বিশ্বের সেরা ম্যানেজার হিসেবেও পদক জেতেন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, ১৯ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।