ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রানী হামিদের সঙ্গে জয় পেয়েছেন ইভা, শ্রাবনী

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৫
রানী হামিদের সঙ্গে জয় পেয়েছেন ইভা, শ্রাবনী ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ মহিলা দাবা সমিতির আয়োজনে, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের পৃষ্ঠপোষকতায় ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় ‘প্রথম শমসের আলী মেমোরিয়াল মহিলা রেটিং দাবা প্রতিযোগিতা-২০১৫’র দ্বিতীয় রাউন্ডের খেলা শেষে ৯জন খেলোয়াড় স্ব-স্ব খেলায় জয়ী হয়ে পূর্ণ দুই পয়েন্ট করে অর্জন করেন।

জয়ীরা হলেন মহিলা ফিদে মাস্টার শারমীন সুলতানা শিরিন, আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ, মহিলা ফিদে মাস্টার নাজরানা খান ইভা, মহিলা ফিদে মাস্টার জাকিয়া সুলতানা, সাবেকুন নাহার তনিমা, ফাতেমা তুজ জোহরা শ্রাবনী, প্রতিভা তালুকদার, ফারজানা হোসেন এ্যানি ও জাহানারা হক রুনু।



শনিবার (১৯ ডিসেম্বর) দাবা কক্ষে অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের খেলায় শিরিন সুমাইয়া খন্দকারকে, রানী হামিদ আফরিন জাহান মুনিয়াকে, ইভা জোহরাতুল জান্নাত জিশাকে, জাকিয়া হামিদা মাহমুদকে, তনিমা আমেনা খাতুনকে, শ্রাবনী সৈয়দা ফাহমিদা মালেককে, এ্যানি নোশিন আঞ্জমকে ও রুনু সামিহা আক্তারকে পরাজিত করেন।

এদিকে, তাসমিন সুলতানা কিশোয়ারা সাজরীন ইভানার সাথে ড্র করেন ও প্রতিভা কুমুদি নার্গিসের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ১৯ ডিসেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।