ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

খেলা

ইন্টার মিলানে খেলতে চেয়েছিলেন মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:২৩, ডিসেম্বর ২৩, ২০১৫
ইন্টার মিলানে খেলতে চেয়েছিলেন মেসি ছবি : সংগৃহীত

ঢাকা: আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানে খেলতে চেয়েছিলেন। এমনটিই জানিয়েছেন মেসির সাবেক জাতীয় দল সতীর্থ হুয়ান সিবাস্তেইন ভেরন।



স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় ক্যারিয়ার শুরু করা মেসি এখনও দলটির হয়ে মাঠ কাঁপিয়ে বেড়াচ্ছেন। তবে সম্প্রতি বছরগুলোতে গুঞ্জন ওঠে তিনি অন্য কোন ক্লাবে পাড়ি দিতে পারেন।

এদিকে ভেরনের ২০ বছরের ফুটবল ক্যারিয়ারে তিনি সাম্পোদোরিয়া, পারমা, লাজিও ও ইন্টারের মতো ইতালিয়ান বড় ক্লাবগুলোতে খেলেছেন। আর তিনি জানান, মেসি একটা সময় তার কাছে ইন্টারে খেলার ইচ্ছে প্রকাশ করেছিল।

ভেরন বলেন, ‘এটা অনেক আগের কথা। তবে মেসি আমাকে বলেছিল সে ইন্টারে খেলতে চায়। কিন্তু ব্যাপারটি পরিস্কার করে বলি, ঘটনাটি বেশ পুরোনো। ’

তিনি আরও বলেন, ‘মেসি সে সময় ইচ্ছে প্রকাশ করলেও বর্তমান প্রেক্ষাপটে তার বার্সা ছাড়াটা অসম্ভব। ’

বাংলাদেশ সময়: ১৬২৩ ঘণ্টা, ২৩ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।