ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

খেলা

সাফ চ্যাম্পিয়নশিপ

শেষ মুহূর্তের গোলে জয় পেল শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১১, ডিসেম্বর ২৩, ২০১৫
শেষ মুহূর্তের গোলে জয় পেল শ্রীলঙ্কা ছবি : সংগৃহীত

ঢাকা: সাফ চ্যাম্পিয়নশিপের ১১তম আসরে শেষ মুহূর্তের গোলে নেপালকে হারিয়ে শুভ সূচনা করেছে শ্রীলঙ্কা । ভারতের কেরালার ত্রিবান্দরাম স্টেডিয়ামে ম্যাচের নির্ধারিত সময়ের শেষ মিনিটে (৯০) মিডফিল্ডার মোহাম্মদ রিফানসের গোলে জয় পায় লঙ্কানরা।



এর আগে বুধবার (২৩ ডিসেম্বর)  দক্ষিণ এশিয়া ফুটবলের বিশ্বকাপ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপের ১১তম আসরটির উদ্ভোধনী ম্যাচে শুরু হয় শ্রীলঙ্কা ও নেপালের ম্যাচের মধ্যে দিয়ে। বাংলাদেশ সময় সন্ধা সাতটায় ম্যাচটি শুরু হয়।

১১তম এ টুর্নামেন্টটি চলবে ২০১৬ সালের ০৩ জানুয়ারি পর্যন্ত।

সাফে বাংলাদেশের মিশন অবশ্য শুরু হবে ২৪ ডিসেম্বর থেকে। প্রথম ম্যাচেই বাংলাদেশের প্রতিপক্ষ গতবারের চ্যাম্পিয়ন আফগানিস্তান। গ্রুপের বাকি দুটি ম্যাচে মামুনুল ইসলামের নেতৃত্বে লাল-সবুজরা মাঠে নামবে ২৬ ও ২৮ ডিসেম্বর। পরবর্তী ম্যাচে বাংলাদেশ যথাক্রমে মোকাবেলা করবে মালদ্বীপ ও ভুটানের।

‘এ’ গ্রুপ থেকে পাকিস্তান নাম প্রত্যাহার করায় বাকি দলগুলো হলো স্বাগতিক ভারত, নেপাল এবং শ্রীলঙ্কা।

দক্ষিণ এশীয় অঞ্চলের সেরা ফুটবল প্রতিযোগিতা সাফ চ্যাম্পিয়নশিপের একাদশ আসরে স্বাগতিকদেরই ফেভারিট ধরা হচ্ছে। তবে, বাংলাদেশ এবারের শিরোপা জিততে দারুণ আত্মবিশ্বাসী। পিছিয়ে রাখা যাচ্ছে না গতবারের চ্যাম্পিয়ন আফগানিস্তানকে। দক্ষিণ এশিয়ার ফুটবল পরাশক্তি মালদ্বীপও শিরোপা লড়াইয়ে এগিয়ে।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, ২২ ডিসেম্বর ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।