ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্পেন দলে ফিরতে মরিয়া ভিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
স্পেন দলে ফিরতে মরিয়া ভিয়া ছবি : সংগৃহীত

ঢাকা: আর তিনটি ম্যাচ খেলতে পারলেই স্পেনের জার্সি গায়ে শততম ম্যাচের মাইলফলক ছুঁতে পারতেন ডেভিড ভিয়া। ব্রাজিল বিশ্বকাপের গ্রপ পর্ব থেকেই সে সময়ের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা বিদায় নেওয়ায় ভিয়ার লক্ষ্যটাও পূরণ হয়নি।

কেননা ২০১৪ বিশ্বকাপ শেষেই তিনি আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের ইতি টানেন।

তবে আবারো স্পেন দলে ফেরার আগ্রহ প্রকাশ করেছেন ৩৪ বছর বয়সী এ স্ট্রাইকার। তবে তরুণ প্রতিভাবান খেলোয়াড়দের টপকে জাতীয় দলে ফেরাটা কঠিনই হবে বলে মনে করেন ভিয়া। তার ওপর কোচ ভিসেন্তে দেল বস্কের আস্থা অর্জনের বিষয়টি তো রয়েছেই।

গত মৌসুমে অ্যাতলেতিকো মাদ্রিদ ছেড়ে নিউ ইয়র্ক সিটিতে যোগ দেন ভিয়া। মেজর লিগ সকারে (এমএলএস) নিজের অভিষেক মৌসুমেই করেন ১৮ গোল (৩০ ম্যাচে)। ক্যারিয়ারের পড়ন্ত বেলায় এমন পারফরম্যান্স তো আর মন্দ নয়। এতেই স্পেন দলে প্রত্যাবর্তনের স্বপ্ন দেখছেন ভিয়া। তার এমন ব্যাকুলতায় কি সাড়া দেবেন দেল বস্ক?

এক সাক্ষাৎকারে ভিয়া বলেন, ‘জাতীয় দলের হয়ে ১০০টি ম্যাচ খেলার খুব কাছাকাছি অবস্থানে রয়েছি। আমি আবারো স্পেন দলে ফিরতে চাই। তবে এটি আমার জন্য বেশ চ্যালেঞ্জিং হবে। সবকিছুই কোচের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তাছাড়া দলে এখন খুবই প্রতিভাবান তরুণ ফরোয়ার্ড রয়েছে। তাদের সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। ’

প্রসঙ্গত, এখন পর্যন্ত স্পেনের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার শীর্ষে ভিয়া। ৯৭ ম্যাচে প্রতিপক্ষের জালে তিনি ৫৯ বার বল পাঠিয়েছেন। তবে স্পেন দলে ডাক পেলে ভিয়ার সামনে সংখ্যাটা আরো বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকবে। এ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন সাবেক রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউল গঞ্জালেজ (৪৪টি)। আর এখনো আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানেননি এমন খেলোয়াড়দের মধ্যেও ভিয়ার ধারেকাছে কেউ নেই। ৩৮ গোল নিয়ে তিন নম্বর অবস্থানে ফার্নান্দো তোরেস।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।