ঢাকা, মঙ্গলবার, ৪ ভাদ্র ১৪৩২, ১৯ আগস্ট ২০২৫, ২৪ সফর ১৪৪৭

খেলা

চ্যাম্পিয়নস লিগে ইব্রার অনীহা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৫, ডিসেম্বর ২৮, ২০১৫
চ্যাম্পিয়নস লিগে ইব্রার অনীহা ছবি : সংগৃহীত

ঢাকা: ফুটবল ক্যারিয়ারে এখন পর্যন্ত ছয়টি ক্লাবের হয়েই লিগ শিরোপা জিতেছেন। কিন্তু, এখনো অধরা চ্যাম্পিয়নস লিগের শিরোপাটি ছোঁয়া হয়নি।

তবে জ্লাতান ইব্রাহিমোভিচ মনে করেন, ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের আসরের চ্যাম্পিয়ন হতে না পারলেও নিজের সফলতম ক্যারিয়ার মোটেও ম্লান হবে না।

আয়াক্স, জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান হয়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) জার্সি গায়ে দুর্দান্ত সময় পার করছেনে ইব্রাহিমোভিচ। সবগুলো ইউরোপিয়ান ক্লাবের হয়েই লিগ শিরোপা জেতার গৌরব অর্জন করেছেন সুইডেনের ৩৪ বছর বয়সী এ তারকা স্ট্রাইকার।

ক্যারিয়ার সায়াহ্নে এসে চলতি মৌসুমই হয়তো ইব্রার চ্যাম্পিয়নস লিগ জেতার শেষ সুযোগ! কারণ, আগামী বছরের জুনে পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষে তিনি অন্য ঠিকানায় পাড়ি জমাতে পারেন।

তবে চ্যাম্পিয়ন লিগ নিয়ে ইব্রার মনে তেমন কোনো আক্ষেপ নেই, ‘আমি এখনো চ্যাম্পিয়নস লিগ জিততে পারিনি। এটা আমার লক্ষ্যগুলোর মধ্যে একটি। কিন্তু, শেষ পর্যন্ত যদি এ শিরোপা নাও জিতি তাও আমার ক্যারিয়ার সফলই থাকবে। আমার মিউজিয়ামটি এমনিতেই পরিপূর্ণ। ’

সুইডিশ তারকা উল্লেখ করেন, ‘সব ধরনের শিরোপা জেতা খেলোয়াড়দের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। ব্যক্তিগতভাবে আমি নিজেও অনেক ট্রফি জিতেছি। এ মৌসুমে চ্যাম্পিয়নস লিগ জিততে পারব কিনা সেদিকে দৃষ্টি রাখছি। কিন্তু, আমি ইতোমধ্যেই আমার ক্যারিয়ার নিয়ে সন্তুষ্ট। ’

বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।