ঢাকা, বৃহস্পতিবার, ২৪ আশ্বিন ১৪৩২, ০৯ অক্টোবর ২০২৫, ১৬ রবিউস সানি ১৪৪৭

খেলা

চেকের ‘ক্লিন শীট‘ রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৩৬, ডিসেম্বর ২৯, ২০১৫
চেকের ‘ক্লিন শীট‘ রেকর্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে বার্নমাউথের বিপক্ষে আর্সেনালের ২-০ গোলে জয়ের পর রেকর্ড গড়লেন গোলরক্ষক পিটার চেক। প্রিমিয়ার লিগ ইতিহাসে সবচেয়ে বেশি ‘ক্লিন শীটে’র রেকর্ড গড়লেন এ আর্সেনাল গোলরক্ষক।

৩৫২ লিগ ম্যাচে ১৭০ বার তিনি কোন গোল হজম করেননি।

৩৩ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক দারুণ এ রেকর্ডটি গড়তে পেছনে ফেলেন ইংল্যান্ডের সাবেক শীর্ষ গোলরক্ষক ডেভিড জেমসকে। জেমস পোর্সটমাউথের হয়ে ২০১০ সালে ৫৬২ ম্যাচে ১৬৯টি ক্লিন শীটের মালিক ছিলেন।

চেলসি ও আর্সেনালের হয়ে খেলা চেক এই রেকর্ডর মালিক হন। দীর্ঘ ১১ বছর স্ট্যামফোর্ড ব্রিজে কাটানোর পর চলতি মৌসুমে আর্সেনালে যোগ দেন চেক প্রজাতন্ত্রের এ গোলরক্ষক। গত মাসেই চেক জেমসের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। তবে পরের ম্যাচে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-০ গোলে এগিয়ে থাকলেও শেষ দিকে ইয়াইয়া তোরের গোলে রেকর্ডটি হয়নি।

এদিকে গত মৌসুমেই বলা হয়েছিল চেক ক্লিন শীটের মালিক হয়েছেন। তবে শেষ পর্যন্ত যানা যায় তিনি চারটি ম্যাচে পুরো ৯০ মিনিট না খেলায় সেই ম্যাচগুলো রেকর্ডের পাতায় যায়নি।

বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, ২৯ ডিসেম্বর, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।