ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ট্রেবল জিতেও শীর্ষে নেই বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
ট্রেবল জিতেও শীর্ষে নেই বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: নিঃসন্দেহে ২০১৫ সালে বিশ্বের সেরা ক্লাব ছিল বার্সেলোনা। সম্ভাব্য ছয়টি বড় শিরোপার মধ্যে পাঁচটিই ঘরে তোলে স্প্যানিশ জায়ান্টরা।

এতো সাফল্যের পরও সবচেয়ে প্রভাবশালী দলের তালিকার শীর্ষে নেই বার্সা। ম্যাচ প্রতি পয়েন্টের গড় হিসেবে ইউরোপিয়ান শীর্ষ লিগগুলোর মধ্যে এক নম্বর অবস্থানে উঠে এসেছে ফ্রেঞ্চ চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেই (পিটএসজি)।

ইউরোপের শীর্ষস্থানীয় পাঁচটি (ইংল্যান্ড, স্পেন, জার্মানি, ইতালি ও ফ্রান্স) লিগের মধ্যে অনেক জায়ান্ট ক্লাবকেই পেছনে ফেলেছে পিএসজি। অবশ্য ট্রেবল জয়ী বার্সার সঙ্গে ফরাসি চ্যাম্পিয়ন পার্থক্যটা খুব বেশি নয়। ম্যাচপ্রতি দু’দলের পয়েন্টের গড় যথাক্রমে ২.৫২, ২.৪৭।

এ তালিকায় বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের অবস্থান চারে। তিন নম্বরে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। আর শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছে আর্সেনাল। গানাররা ছাড়া শীর্ষ দশে ইংলিশ লিগের আর কোনো ক্লাবই নাম লেখাতে পারেনি।

ম্যাচপ্রতি পয়েন্টের গড়ে ইউরোপের শীর্ষ পাঁচটি লিগের শীর্ষ ১০টি ক্লাবের অবস্থান তুলে ধরা হলো:

বাংলাদেশ সময়: ১০২৫ ঘণ্টা, জানুয়ারি ১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।