ঢাকা, শনিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জাতীয় ফুটবল দল যশোরে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, জানুয়ারি ৪, ২০১৬
জাতীয় ফুটবল দল যশোরে ছবি : শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের চারদিন আগেই বাংলাদেশ জাতীয় ফুটবল দল যশোরে এসে পৌঁছেছে। সোমবার (০৪ জানুয়ারি) সন্ধ্যায় দলটি যশোর বিমান বন্দরে পৌঁছায়।


 
আগামী ০৮ জানুয়ারি পর্দা উঠছে বঙ্গবন্ধু গোল্ডকাপের চতুর্থ আসর। আন্তর্জাতিক মানের এ টুর্নামেন্টের ৪টি খেলা অনুষ্ঠিত হবে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে।

এ টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ।

সোমবার সন্ধ্যায় দলটি ইউএস বাংলা এয়ারওয়েজের একটি বিমানে যশোর বিমান বন্দরে পৌঁছায়। বিমান থেকে নেমে তারা টিম হোটেল হাসান ইন্টারন্যাশনালে অবস্থান নেয়। যশোরে পৌঁছেই ভাল খেলার এবং ফাইনালে উঠে শিরোপা জেতার প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ দলের কোচ মারুফুল হক।
   
বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা,  ০৪ জানুয়ারি ২০১৬
এমআর

** জাতীয় দলের ঘাম ঝরানো অনুশীলন

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।