ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অপেক্ষার অবসান হচ্ছে তুরান-ভিদালের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০১৬
অপেক্ষার অবসান হচ্ছে তুরান-ভিদালের

ঢাকা: কোপা দেল রে’র শেষ ষোলোর ম্যাচে অপেক্ষার অবসান হচ্ছে বার্সেলোনার মিডফিল্ডার আরদা তুরান ও অ্যালেক্স ভিদালের। বুধবার ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে বাংলাদেশ সময় রাত একটায় এসপানিওলকে আতিথিয়েতা জানাবে বার্সা।



গত প্রাক-মৌসুমে অ্যাতলেটিকো মাদ্রিদ ও সেভিয়া থেকে বার্সা পাড়ি দেন তুরান ও ভিদাল। তবে কাতালান দলটির ফুটবলার কেনার ওপর নিষেধাজ্ঞা থাকায় তারা প্রতিযোগিতামূল কোন ম্যাচে মাঠে নামেতে পারেননি।

তবে ৭ ও ২২ নম্বর জার্সি পাওয়া তুরান ও ভিদালের সম্পর্কে কোচ লুইস এনরিক গত সপ্তাহে বলেছিলেন, ‘অভিষেক ম্যাচ খেলতে তারা প্রস্তুত। তারা এটির জন্য লম্বা সময় অপেক্ষা করেছে। আমি মনে করি তাদের দ্বারা দল আরও উপকৃত হবে। ’

এদিকে নগর প্রতিদ্বন্দ্বী এসপানিওলের বিপক্ষে চলতি সপ্তাহেই লা লিগার ম্যাচে গোলশূন্য ড্র করে হতাশায় পড়ে মেসি-নেইমার-সুয়ারেজরা। আর এবার ঘরোয়া দ্বিতীয় সেরা শিরোপায় মুখোমুখি হতে তাদের বিপক্ষে। ২০০৯ সালের পর এসপানিওল বার্সার বিপক্ষে না জিতলেও লা লিগার ফলাফলে অনুপ্রাণীত গতে পারে দলটি।

বার্সা নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় ও দুটিতে ড্র দেখেছে। অন্যদিকে সর্বশেষ পাঁচ খেলায় এসপানিওল দুই জয়ের বিপরীতে হেরেছে সমান ম্যাচে। বাকি ম্যাচটি ড্র করেছে। আর কোপা দেল রে’র এবারের প্রথম লেগের ম্যাচে যারাই জিতবে তারাই কোয়ার্টার ফাইনালে এক পাঁ দিয়ে রাখবে ।

বাংলাদেশ সশয়: ১৯৫৫ ঘণ্টা, ০৬ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।