ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

খেলা

যশোরবাসীকে জয় উৎসর্গ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০১৬
যশোরবাসীকে জয় উৎসর্গ ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে ৪-২ গোলে লঙ্কানদের হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ। সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের হতাশা কাটিয়ে মারুফুল হকের ছাত্ররা গোল্ডকাপের মিশন শুরু করলো।



ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে দলের কোচ মারুফুল হক বলেন, অল্পতে তুষ্ট হওয়া আমাদের জাতিগত অভ্যাস। খেলার প্রথমার্ধে ছেলেরা ভালো খেললেও দ্বিতীয়ার্ধে গোছালোভাবে খেলতে পারেনি।

তবে এ জন্য মাঠকেও কিছুটা দায়ী করেছেন বাংলাদেশ দলপতি মামুনুল ইসলাম। তিনি জানান, অল্প সময়ের মধ্যে যশোরে মাঠ প্রস্তুত করা হয়েছে। তবুও মাঠ উঁচু-নিচুর কারণে খেলায় ব্যাঘাত ঘটে। একইসাথে, বাংলাদেশ দলকে সমর্থন করার জন্য যশোরবাসীকে ধন্যবাদ জানান মামুনুল।

ম্যাচে জোড়া গোল করা সাখাওয়াত হোসেন রনি বাংলাদেশের বিজয় যশোরবাসীকে উৎসর্গ করেছেন।

সংবাদ সম্মেলনে শ্রীলঙ্কা দলের কোচ সাম্পাত পেরেরা বলেন, এই ম্যাচে শ্রীলঙ্কার তুলনায় বাংলাদেশি খেলোয়াড়দের শারীরিক ফিটনেস ভালো ছিল। বাংলাদেশ দলটিও একটি ভালো দল। তারা যোগ্যতার বলেই ম্যাচে জয় পেয়েছে।

২০১৪ সালের অক্টোবরে যশোর শামস উল হুদা স্টেডিয়ামে শ্রীলঙ্কার সঙ্গে ১-১ গোলে ড্র করেছিল বাংলাদেশ। তবে চেনা মাঠে, গ্যালারি ভর্তি দর্শকের সামনে এবার জয়ের হাসি নিয়েই মাঠ ছেড়েছে মামুনুলরা।

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ০৮ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।