ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অনুশীলনে ঘাম ঝরালো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

উত্তম ঘোষ, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
অনুশীলনে ঘাম ঝরালো বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

যশোর: বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টে বাহরাইন-বাংলাদেশ-অনূর্ধ্ব-২৩ দলের ম্যাচ পূর্ববর্তী অনুশীলনে উভয় দলই ঘাম ঝরালো। রোববারের (১০ জানুয়ারি) এই ম্যাচে নিজেদের পুরোপুরি প্রস্তুত করতে শনিবার দুপুরে বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল শহরতলীর বিজিবি মাঠে এবং বাহরাইন দল পুলিশ লাইন মাঠে অনুশীলনে করে।



এরআগে বাংলাদেশ মূল দল ৪-২ গোলে জিতে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে একধাপ। এবারপালা তরুণদের। তরুণদেরও নিজেদের মেলে ধরার মোক্ষম সময় হয়ে সামনে এসেছে বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্ট। এসএ গেমসের আগে চূড়ান্ত প্রস্তুতি ঝালিয়ে নিতে এমন সুযোগ পাওয়াটা সাপে বরও বটে।

তাই  বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টে নিজেদের পারফরমেন্স মেলে ধরতে চান বাংলাদেশ অনুর্ধ্ব

২৩দল। সিনিয়রদের ধারাবাহিকতায় তারাও প্রথম ম্যাচে জয় পেতে চায়। রোববার (১০ জানুয়ারি) দুপুর ২টা ৪৫ মিনিটে যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে। দুদিন আগে (০৮ জানুয়ারি) এই মাটিতে জাতীয় দলের সিনিয়রা শ্রীলঙ্কাকে হারিয়ে ফুটবলপ্রেমীদের মনে জোয়ার এনে দিয়েছেন। যশোরবাসীও মুখিয়ে আছেন বাংলার দামাল ছেলেদের দুর্দান্ত পারফরমেন্স দেখার অপেক্ষায়। আর বাহরাইনও  গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বিজয় নিশ্চিত করতে চান।

বাংলাদেশ দলের খেলোয়াড়ার তখলিস আহমেদ বললেন, ‘সামনে এসএ গেমস। নির্বাচকদের দেখানোর জন্য ম্যাচে আমার ভালো পারফরমেন্স করতে হবে। টিমকে ভালো রেজাল্ট দিতে হবে এটাই আমার লক্ষ্য। ২০১৪ সালের ২৪ অক্টোবর যশোরের মাঠে বাংলাদেশ-শ্রীঙ্কাকার প্রীতি ম্যাচে শেষার্ধ্বে খেলেছিলাম ৫/৬ মিনিট। সেই মাঠে বাইরাইনের বিপক্ষে মাঠে নামবো। এই মাঠ সম্পর্কে আমার কিছুটা হলেও ধারণা আছে। এই মাঠে ন্যাশনাল টিমের মত দর্শকের সাপোর্ট পাবো। এটা আমাদের জন্য অনেক পাওয়া। ন্যাশনাল টিমের পাশাপাশি আমরাও ভালো রেজাল্ট করতে পারলে দেশের ফুটবলের জন্য ভালো হবে। ’

যশোরের সন্তান দলের খেলোয়াড় মান্নাফ রাব্বি জানালেন, ‘এক সময় শামস-উল-হুদা স্টেডিয়ামে অনুশীলন করেছেন। খুব পরিচিত মাঠ। সর্বশেষ রহমতগঞ্জের হয়ে খেলেই অনুর্ধ্ব ২৩ দলে ডাক পেয়েছি। নিজের মাঠ, নিজের দর্শকের সামনে ভাল খেলার চেষ্টা করবো।

এরআগে বাংলাদেশ অলিম্পিক দলের অধিনায়ক রেজাউল করিম রেজা বলেছেন, বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে যাওয়ার জন্য কালকের ম্যাচটি আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। ফলে জেতার জন্য মাঠে নামবো আমরা। ’

শনিবার (০৯ জানুয়ারি) বিকেল ৪টায় যশোর শামস-উল হুদা স্টেডিয়ামের আমেনা খাতুন ক্রিকেট গ্যালারিতে ম্যাচ পূর্ববর্তী প্রেস ব্রিফিংয়ে এমন আশাবাদ ব্যাক্ত করেন তিনি। রেজাউল করিম রেজা আরও বলেন, আমরা দেশের মানুষের মুখে হাসি ফোটাব। আর এটাই আমাদের প্রত্যাশা। ম্যাচ প্রি-ব্রিফিং এ বাংলাদেশ দলের প্রধান কোচ গনজালো সানসেচ বলেন, ‘আমাদের টিমের মধ্যে তারুণ্য আছে, ওরা মাঠে নেমে বাহরাইনদের সাধারন খেলায় ছন্দপতন ঘটাবে। ’

তিনি আরো বলেন, ‘আমাদের ছেলেদের প্রস্তুতি অনেক ভালো, আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি ওরা মাঠে নেমে একটি ভালো কিছু উপহার দেবে।

** সেমিতে খেলতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২৩

বাংলাদেশ সময়: ২০৪০ ঘন্টা, ০৯ জানুয়ারি, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।