ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসিময় বার্সার জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০১৬
মেসিময় বার্সার জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৬ সালে নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে লা লিগার চলতি আসরে প্রথমবারের মতো খেলতে জয় তুলে নিল বার্সেলোনা। গত মৌসুমের ট্রেবল জয়ী কাতালানরা আতিথ্য নেওয়া গ্রানাডাকে ৪-০ গোলের ব্যবধানে হারিয়ে টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে।



বার্সার হয়ে দলের আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি হ্যাটট্রিক পূর্ণ করেন। ফলে, ক্লাব ও দেশের জার্সি গায়ে ৩৬তম হ্যাটট্রিক পান মেসি। বাকি গোলটি করেন ব্রাজিল তারকা নেইমার।

এ ম্যাচে মাঠে নামার আগে মেসি গ্রানাডার বিপক্ষে গত সাত ম্যাচে করেছিলেন আটটি গোল। এর আগে সবশেষ ক্যাম্প ন্যুতে খেলা এই দুই দলের ম্যাচটিতে ৬-০ গোলের বিশাল জয় পেয়েছিল স্বাগতিকরা। দলের হয়ে সে ম্যাচে হ্যাটট্রিক করেন নেইমার, জোড়া গোল করেন মেসি এবং বাকি গোলটি করেন রেকিটিচ।

বার্সার হয়ে প্রথম একাদশে এ ম্যাচে মাঠে নামেন ক্লদিয়ো ব্রাভো, জেরার্ড পিকে, রেকিটিচ, জরদি আলবা, রবের্তো, মেসি, নেইমার, সুয়ারেজ ও ভারমায়েলন। কাতালান কোচ লুইস এনরিক প্রথম একাদশে প্রথমবারের মতো মাঠে নামান বার্সার হয়ে এই ম্যাচে অভিষিক্ত হওয়া আরদা তুরান আর অ্যালেক্সিজ ভিদালকে।

ম্যাচের অষ্টম মিনিটেই লিড নেয় স্বাগতিক বার্সা। দলকে এগিয়ে নিতে গোল করেন মেসি। আর প্রথম ম্যাচে মাঠে নেমেই মেসিকে গোল করতে বল বানিয়ে দেন তুরান। নিজের নামের প্রতি সুবিচার করা তুরানের বাড়ানো বলে আলতো টোকায় গ্রানাডার জালে বল জড়ান সম্ভাব্য ব্যালন ডি অর পাওয়ার অপেক্ষায় থাকা মেসি।

১৪ মিনিটের মাথায় ক্যাম্প ন্যু দেখে মেসি-সুয়ারেজ-নেইমার (এমএসএন) ত্রয়ীর দারুণ পারফর্ম। নেইমারের বাড়ানো বলে মেসিকে পাস দেন সুয়ারেজ। উরুগুইয়ান তারকার অ্যাসিস্ট থেকেই কোনাকুনি জোরালো শটে দলের ও নিজের দ্বিতীয় গোলটি করেন মেসি।

মেসির দেওয়া দুটি গোলের লিড নিয়েই বিরতিতে যায় বার্সেলোনা। তবে, বিরতির আগে ‘এমএসএন’ ত্রয়ীর একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে পড়ে গ্রানাডা।

বিরতির পর ম্যাচের ৫৮ মিনিটে মাঠে উপস্থিত প্রায় ৭১ হাজার দর্শককে মাতিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন মেসি। গত বছরের মার্চের পর আবারো হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন অধিনায়ক। ব্রাজিল দলপতির জোরালো শট গ্রানাডার গোলবারে লেগে ফিরে আসলে ফিরতি বলে শট নেন মেসি। ফলে, দলের তৃতীয় গোলটির দেখা পায় কাতালানরা।

ম্যাচের ৮৩ মিনিটের মাথায় গোল করেন ব্রাজিল সেনসেশন বার্সার নেইমার। ব্যালন ডি অরের চূড়ান্ত তালিকায় থাকা নেইমারকে দিয়ে গোল করান সুয়ারেজ। ফলে, ৪-০তে এগিয়ে যায় বার্সা। বাকি সময় আর কোনো গোল না হলে এই স্কোরেই মাঠ ছাড়ে কাতালানরা।

এ ম্যাচে জয়ের ফলে ১৮ ম্যাচ খেলা বার্সা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে। সর্বোচ্চ ৪২ পয়েন্ট নিয়ে কাতালানরা শীর্ষে উঠলো। সমান ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, ০৯ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।