ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

‘অলৌকিক ফুটবলার’ মেসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
‘অলৌকিক ফুটবলার’ মেসি ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার নতুন মিডফিল্ডার আরদা তুরান অনুশীলনে আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসিকে কাছে থেকে দেখেছেন। কিন্তু, ম্যাচে প্রথমবারের মতো বার্সার প্রাণভোমরার সঙ্গে মাঠে নেমেছিলেন গ্রানাডার বিপক্ষে লা লিগার চলতি আসরে।

প্রতিপক্ষের শিবিরে কী করে মেসি আক্রমণ রচনা করেন তা কাছে থেকে উপলব্ধি করা তুরান ম্যাচ শেষে জানান ‘মেসি ঈশ্বর প্রদত্ত অলৌকিক ক্ষমতাসম্পন্ন একজন ফুটবলার’।

নিয়মবহির্ভূতভাবে অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড় দলে নেওয়ার কারণে দলবদলের পর বার্সেলোনাকে ছয় মাসের জন্য নতুন ট্রান্সফারে আসা খেলোয়াড়দের মাঠে নামানোর ক্ষেত্রে নিষিদ্ধ করেছিল ফিফা। এর ফলে, মাঠে নামা হয়নি অ্যাতলেতিকো মাদ্রিদ থেকে আসা আরদা তুরান আর সেভিয়া থেকে আসা অ্যালেক্সিজ ভিদাদের।

ফিফার সেই নিষেধাজ্ঞা শেষ হওয়ায় এই দুজনকে খেলাতে কোনো বাধা নেই ছিল না কাতালানদের। তারই ধারাবাহিকতায় প্রথমবারের মতো বার্সার জার্সি গায়ে মেসি-নেইমার-সুয়ারেজদের সঙ্গে লা লিগায় খেলতে নামেন এ দুই তারকা। অভিষেক ম্যাচে ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে মেসির হ্যাটট্রিক আর নেইমারের এক গোলে জয় দেখেছেন তুরান-ভিদাল।

ম্যাচের অষ্টম মিনিটেই লিড নেয় স্বাগতিক বার্সা। দলকে এগিয়ে নিতে গোল করেন মেসি। আর প্রথম ম্যাচে মাঠে নেমেই মেসিকে গোল করতে বল বানিয়ে দেন তুরান। নিজের নামের প্রতি সুবিচার করা তুরানের বাড়ানো বলে আলতো টোকায় গ্রানাডার জালে বল জড়ান মেসি।

তুরান জানান, আমি মেসিকে মাঠে এমনটা দেখতেই পছন্দ করি। প্রতিপক্ষকে গুঁড়িয়ে দেওয়া এমন পারফর্ম দেখতেই ভালো লাগে। এটা হিংসার কোনো বিষয় নয়। সত্যিই সে ঈশ্বর প্রদত্ত অলৌকিক ক্ষমতাসম্পন্ন একজন ফুটবলার।

জাতীয় দল আর ক্লাবের হয়ে ৩৬তম হ্যাটট্রিক করেন মেসি। তার দারুণ পারফর্মে গ্রানাডার বিপক্ষে জয়ের ফলে বার্সা পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখলো।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।