ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০১৬

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা-২০১৬ ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশ টেনিস ফেডারেশনের ব্যবস্থাপনায় রমনাস্থ জাতীয় টেনিস কমপ্লেক্সে ৯-১৫ জানুয়ারি পর্যন্ত জাতীয় পর্যায়ে ‘বিজয় দিবস টেনিস প্রতিযোগিতা ২০১৬’ অনুষ্ঠিত হচ্ছে।

প্রতিযোগিতার রোববার (১০ জানুয়ারি) পুরুষ এককের খেলায় টপসীড ইন্টারন্যাশনাল ক্লাবের রঞ্জন রাম ৬-২, ৬-২ গেমে আনসার ক্লাবের মো: জাভেদ হোসেনকে, মানিকগঞ্জ ক্লাবের সেলিম হোসেন ৪-৬, ৬-১, ৭-৫ গেমে জাতীয় টেনিস কম্লেক্সের স্বাধীন হোসেনকে, বিকেএসপির নাইমুল ইসলাম ৬-০, ৬-০ গেমে রাজশাহীর দীপ্তকে, পাবনা টেনিস ক্লাবের দীপু লাল ৬-৪, ৬-৪ গেমে মাদারীপুর টেনিস ক্লাবের রুবেল হোসেনকে, ইহ্জিনিয়ার্স রিক্রিয়েশন সেন্টারের অমল রায় ৬-০, ৬-২ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের হানিফ মুন্নাকে, আমেরিকান ক্লাবের আরিফ হোসেন ৬-০, ৬-১ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের আলী আকবরকে পরাজিত করে তৃতীয় রাউন্ডে উন্নীত হয়।



এছাড়া, জাতীয় টেনিস কমপ্লেক্সের কাউসার আলী ৬-৪, ৩-৬, ৭-৬ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের আসমত উল্লাহকে, জাতীয় টেনিস কমপ্লেক্সের বিপ্লব রাম ৬-২, ৩-৬, ৬-৩ গেমে পাবনা টেনিস ক্লাবের ওমর ফারুক সানিকে, পাবনা টেনিস ক্লাবের আনোয়ার হোসেন ৬-২, ৬-১ গেমে আমেরিকান ক্লাবের লক্ষণ লালকে, জাতীয় টেনিস কমপ্লেক্সের টুটুল ৬-১, ৬-৪ গেমে সাদ আব্দুল্লাহ আফ্রিদিকে, বিকেএসপির মো: ইসতিয়াক ৬-৪, ৬-১ গেমে বৃটিশ হাই কমিশনের সজিব পাশিকে, পাবনা টেনিস ক্লাবের আখতার হোসেন ৬-৪, ৬-০ গেমে একই ক্লাবের মিজানুর রহমানকে, বৃটিশ হাইকমিশন ক্লাবের মুনির হোসেন ৬-১, ৫-৭, ৬-১ গেমে মাদারীপুর টেনিস ক্লাবের জামিল ভূইয়াকে, পাবনা টেনিস ক্লাবের মাহমুদুল হক ৬-২, ৬-৩ গেমে জামালপুরের জনিকে, নেভি ক্লাবের চান্নু লাল ৬-০, ৬-০ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের মইনুল হোসেনকে পরাজিত করে তৃতীয় রাউন্ডে উন্নীত হয়।

এদিকে, মহিলা এককের খেলায় বিকেএসপির পপি আক্তার ৬-০, ৬-০ গেমে জাতীয় টেনিস কমপ্লেক্সের আরডি মন্ডলকে, জাতীয় টেনিস কমপ্লেক্সের ফাবিহা লামিসা সুচনা ৬-০, ৬-০ গেমে বিকেএসপির নদিয়া ইসলামকে এবং বিকেএসপির ইতি আক্তার ৬-৪, ৭-৫ গেমে আনসারের ঝিলিক চাকমাকে পরাজিত করে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়।

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, ১০ জানুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।