ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ব্রাত্য হয়ে পড়লেন ফ্যালকাও

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
ব্রাত্য হয়ে পড়লেন ফ্যালকাও ছবি: সংগৃহীত

ঢাকা: মৌসুমের শেষ পর্যন্ত চেলসিতেই থাকতে হচ্ছে রাদামেল ফ্যালকাওকে। কারণ আর কিছুই নয়, কলম্বিয়ান স্ট্রাইকারকে আগেই দলে ফেরত নিতে অস্বীকৃতি জানিয়েছে ফ্রেঞ্চ ক্লাব মোনাকো।

বলা যায়, ইনজুরি আর ফর্মহীনতায় ক্লাব ফুটবলে অনেকটা ব্রাত্য হয়ে পড়েছেন ২৭ বছর বয়সী এ স্ট্রাইকার!

মোনাকো থেকে গত দুই মৌসুম ধরে ইংলিশ লিগে ধারে খেলছেন ফ্যালকাও। কিন্তু, ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২০১৪-১৫ মৌসুমে নিজের ছায়া হয়ে থাকেন কলম্বিয়ান তারকা। পরে চলতি মৌসুমের শুরুতে এক বছরের ধারের চুক্তিতেই চেলসিতে পাড়ি জমান। তবে ইনজুরি আর ফর্মহীনতায় ক্লাবের প্রত্যাশা মেটাতে ব্যর্থতার পরিচয় দিচ্ছেন ফ্যালকাও। তাই ব্লুজরা আগেই তার সঙ্গে স্থায়ী চুক্তি না করার ঘোষণা দেয়।

এক সাক্ষাৎকারে মোনাকোর ভাইস প্রেসিডেন্ট ভাদিম ভাসিলইয়েভ বলেন, ‘মৌসুমের বাকি সময় সামনে রেখে ফ্যালকাওকে দলে ফেরত আনার কোনো ইচ্ছায় আমদের নেই। সে বর্তমানে ইনজুরি আক্রান্ত। পূর্ণ ফিটনেসের লক্ষ্যে তাকে আরো ছয় থেকে সাত সপ্তাহ অপেক্ষায় থাকতে হবে। তাই এখনই তার মোনাকোতে ফেরা হচ্ছে না। ’

উল্লেখ্য, গত বছরের অক্টোবরের শেষদিকে ইনজুরিতে ভুগে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যান ফ্যালকাও। ধারণা করা হচ্ছে, মার্চের আগে তার খেলায় ফেরা হচ্ছে না। নিজের ফর্মের সঙ্গেও যুদ্ধ করছেন পরীক্ষিত এ স্ট্রাইকার। চেলসির হয়ে এখন পর্যন্ত তিনি ৯টি লিগ ম্যাচে মাত্র একবার জালের ঠিকানা খুঁজে পান।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।