ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

টানা ৯ জয়ে শীর্ষে উঠার দ্বারপ্রান্তে জুভেন্টাস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
টানা ৯ জয়ে শীর্ষে উঠার দ্বারপ্রান্তে জুভেন্টাস ছবি : সংগৃহীত

ঢাকা: মৌসুমের শুরুটা বাজেভাবে কাটলেও নিজেদের ফিরে পেতে খুব একটা সময় নেয়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জুভেন্টাস। টানা ৯ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা নাপোলির পরই এখন জুভিদের অবস্থান।

সর্বশেষ সাম্পদোরিয়ার বিপক্ষে ২-১ গোলের জয়ে সাফল্যের ধারাটা অব্যাহত রাখেন পগবা-মোরাতা-দিবালারা।

সাম্পদোরিয়ার মাঠে খেলা শুরুর ১৭ মিনিটের মাথায় লিড নেয় জুভেন্টাস। ডিফেন্ডার লিওনার্দো বোনুচ্চির পাসে বল জালে জড়ান ফ্রেঞ্চ তারকা পল পগবা। বিরতির পরপরই ব্যবধান দ্বিগুন করেন জার্মান মিডফিল্ডার সামি খেদিরা। যার নেপথ্য কারিগর আর্জেন্টাইন স্ট্রাইকার পাওলো দিবালা।

ম্যাচের ৬৪ মিনিটে স্বাগতিকদের হয়ে একটি গোল পরিশোধ করেন ইতালিয়ান স্ট্রাইকার অ্যান্তোনি কাসানো। নির্ধারিত সময়ে দু’দলের কেউই আর গোলের দেখা পাননি। তাই ম্যাচ শেষে প্রত্যাশিত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়ে ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রির শিষ্যরা।

পয়েন্ট টেবিলে দুইয়ে উঠা জুভেন্টাসের সংগ্রহ ১৯ ম্যাচে ১২ জয়, তিন ড্র ও চার পরাজয়ে ৩৯ পয়েন্ট। সমান ম্যাচে ৩৯ পয়েন্টে তিনে ইন্টার মিলান। আর ৪১ পয়েন্ট নিয়ে এখন পর্যন্ত নাপোলির শীর্ষস্থানটা অক্ষুন্ন রয়েছে।

বাংলাদেশ সময়: ১১১২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।