ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নাপোলিকে ম্যারাডোনার ‘স্যালুট’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৬
নাপোলিকে ম্যারাডোনার ‘স্যালুট’ দিয়েগো ম্যারাডোনা

ঢাকা: ইতালিয়ান সিরি আ লিগে শেষ হলো অর্ধেক মৌসুম। এ সময় যে দল লিগ টেবিলের শীর্ষে থাকে, তাদের ‘উইন্টার চ্যাম্পিয়ন’ বলা হয়।

আর অর্ধেক মৌসুম শেষে এমন কৃতিত্ব দেখালো নাপোলি। তাই সাবেক ক্লাবের পারফরম্যান্সে খুশি হয়ে নাপোলিকে স্যালুট (অভিবাদন) জানালেন ফুটবলের ঈশ্বর দিয়েগো ম্যারাডোনা।

রোববার রাতে ফ্রোসিনানের বিপক্ষে ৫-১ গোলে জিতে শীর্ষস্থান নিশ্চিত করে নাপোলি। এ জয়ে দারুণ ভূমিকা রাখেন আর্জেন্টাইন স্ট্রাইকার গঞ্জালো হিগুয়েন। তার পা থেকে আসে জয়সূচক দুটি গোল।

ইতালিয়ান লিগে ১৯টি খেলা শেষ হয়েছে। আর নাপোলির অসাধারণ জয়ের রাতে অন্যম্যাচে হেরে গেছে ইন্টারমিলান। তাই ইন্টারকে হটিয়ে শীর্ষস্থান দখল করে নাপোলি। নিজের ফেসবুক পেজে নাপোলিকে অভিবাদন জানিয়ে একটি লেখা পোস্ট করেন আর্জেন্টিনার হয়ে ১৯৮৬ বিশ্বকাপ জয়ী অধিনায়ক ম্যারাডোনা।

নাপোলি সর্বশেষ সিরি আ লিগে ১৯৮৯-৯০ মৌসুমে চ্যাম্পিয়ন হয়। সর্বমোট দু’বার চ্যাম্পিয়ন হওয়া দলটি ১৯৮৬-৮৭’তেও শিরোপা জেতে। সেই দু’বার নাপোলির চ্যাম্পিয়ন হওয়ার পেছনে মূল কারিগর ছিলেন ম্যারাডোনা।

আর্জেন্টাইন আইকন ১৯৮৪ থেকে ৯১ পর্যন্ত নাপোলির হয়ে মাঠ মাতিয়েছিলেন। সে সময় তিনি ক্লাবটির হয়ে ১৮৮ ম্যাচে ৮১টি গোল করেন। ২৬ বছর পর আবারও শিরোপার দ্বারপ্রান্তে নাপোলি। তাই পুরোনো ক্লাবকে নিয়ে বেশ আশাবাদী ম্যারাডোনা।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ১১ জানুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।