ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বর্ষসেরা গোলের খেতাব জিতলেন লিরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বর্ষসেরা গোলের খেতাব জিতলেন লিরা

ঢাকা: প্রথমবারের মতো ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব গোইয়ানেসিয়ার হয়ে খেলা স্ট্রাইকার ওয়েন্ডেল লিরা। গত বছর তার দর্শনীয় বাইসাইকেল গোলটিই ২০১৫ সালের বর্ষসেরা গোলের খেতাব পায়।

তিনজনের সংক্ষিপ্ত তালিকার অপর দু’জন হলেন আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি ও লিওনেল মেসি।

২০১৫ সালের মার্চে ব্রাজিলের ঘরোয়া লিগ ম্যাচে অসাধারণ বাইসাইকেল কিকে বল জালে জড়ান লিরা।

ফিফা পুসকাস অ্যাওয়ার্ডটি গত বছর জেতেন জেমস রদ্রিগেজ। আর প্রথমবার বর্ষসেরা গোলের ট্রফি হাতে নিয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। এছাড়াও একবার এ খেতাবে ভূষিত হন হামিত আলটিন্টপ (২০১০), নেইমার (২০১১), মিরোস্লাভ স্টোচ (২০১২) ও জ্লাতান ইব্রাহিমোভিচ (২০১৩)।

২০১৫ ফিফা পুসকাস অ্যাওয়ার্ড জয়ের দৌড়ে রোমার মিডফিল্ডার আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি ও গত মৌসুমে ট্রেবল জয়ী বার্সার মেসির গোল দু’টিও ছিল চোখ ধাঁধাঁনো।

গত মৌসুমে বার্সার বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে মিডফিল্ড থেকে ফ্লোরেঞ্জির দূরপাল্লার দর্শনীয় শটে বোকা বনে যান গোলরক্ষক মার্ক আন্দ্রে স্টেগেন। তবে মেসির গোলটিও ছিল এক কথায় অনন্য। গত বছরের ৩০ মে কোপা দেল রে’র ফাইনালে অবিশ্বাস্য গোলে সবাইকে তাক লাগিয়ে দেন ক্ষুদে ফুটবল যাদুকর। মিডফিল্ড থেকে বল নিয়ে চার খেলোয়াড়কে কাটিয়ে ডি-বক্সের ডান প্রান্ত থেকে বাঁ পায়ের নিখুঁত শটে স্টেডিয়ামে থাকা সমর্থদের উল্লাসে ভাসান মেসি।

পাঠকদের জন্য ২০১৫ ফিফা পুসকাস অ্যাওয়ার্ডের মনোনীত তিনটি গোলের ভিডিও দেওয়া হলো:

লিওনেল মেসি


আলেসান্দ্রো ফ্লোরেঞ্জি


ওয়েন্ডেল লিরা


বাংলাদেশ সময়: ০০৪৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
আরএম/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।