ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বর্ষসেরা নারী ফুটবলার লয়েড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০১৬
বর্ষসেরা নারী ফুটবলার লয়েড

ঢাকা: সুইজারল্যান্ডের জুরিখে তারার মেলায় বর্ষসেরা নারী ফুটবলার অ্যাওয়ার্ড জিতে নিয়েছেন যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড। এবারের বর্ষসেরা নারী ফুটবলারের প্রাথমিক তালিকায় তিনজনের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের কার্লি লয়েড, জাপানের আয়া মিয়ামা ও জার্মানের সেলিয়া সাসিক।



নারী বিশ্বসেরা হতে সম্ভাব্য তালিকায় এগিয়ে ছিলেন যুক্তরাষ্ট্রের হয়ে ২০১৫ বিশ্বকাপ জয়ী লয়েড। কানাডায় অনুষ্ঠিত আসরে সেরা ফুটবলার গোল্ডেন বল জেতেন এ স্ট্রাইকার। অল্পের জন্য হতে পারেননি গোল্ডেন বুটের মালিক। ফাইনালে তিনি জাপানের বিপক্ষে হ্যাটট্রিক করে যুক্তরাষ্ট্রকে তৃতীয়বারের মতো শিরোপা এনে দেন। আয়া মিয়ামার জাপানের বিপক্ষে লয়েডের আমেরিকা ৫-২ গোলের জয় পায়।

এর আগে মার্কিনিদের ২০১২ লন্ডন অলিম্পিকে লয়েড সোনা পাইয়ে দেওয়ায় সেবারও ফিফার নারী বর্ষসেরার প্রাথমিক তালিকায় ছিলেন। লয়েড জাতীয় দলের হয়ে দুইশোর বেশি ম্যাচ খেলেছেন।

বাংলাদেশ সময়: ০০৫০ ঘণ্টা, ১২ জানুয়ারি, ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।