ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসি-সুয়ারেজ ছাড়াই বিলবাওয়ের মুখোমুখি বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১১ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০১৬
মেসি-সুয়ারেজ ছাড়াই বিলবাওয়ের মুখোমুখি বার্সা ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে অ্যাতলেটিক বিলবাওয়ের মুখোমুখি হতে যাচ্ছে বার্সেলোনা। তবে খেলাটি বিলবাওয়ের মাঠ সান মামেসে হওয়ায় বাড়তি সতর্কতা লুইস এনরিকের কণ্ঠে।

কারণ গত বছর এ মাঠেই অঘটনের শিকার হয়েছিল ট্রেবল জয়ী বার্সা।

বুধবার বাংলাদেশ সময় রাত দু’টায় সান মামেসে আতিথিয়েতা নিতে যাবে বার্সা। লা লিগায় আগের ম্যাচে ক্যাম্পে ন্যু’তে বিলবাওয়ের বিপক্ষে ৬-০ গোলে জিতলেও প্রতিপক্ষকে এ ম্যাচে কোন সুযোগ দিতে চাইবে না বার্সা।

এ ম্যাচে থাকছেন না বার্সার সেরা লিওনেল মেসি। ‍আগের ম্যাচে হালকা চোট পেয়ে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। তাই এ ম্যাচে মেসিকে খেলেয়ে ঝুঁকি নিতে চান না এনরিক। আর নিষেধাজ্ঞার কারণে মাঠে নামতে পারছেন না উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ।  

গত মৌসুমে কাতালানরা ছয়টি শিরোপা মধ্যে ট্রেবল সহ পাঁচটি ট্রফিই জিতে নিয়েছিলো। তবে স্প্যানিশ সুপার কাপে ফাইনালের প্রধম লেগে সান মামেসে বার্সাকে পেয়ে ৪-০ গোলে বিধ্বস্ত করেছিলো বিলবাও। ক্যাম্প ন্যু’তে পরের লেগে এনরিক শিষ্যরা ১-১ গোলে ড্র করায় হাছাড়া হয় শিরোপাটি। রেকর্ড গড়া হয়নি লুইস এনরিকের। কারণ বার্সার কোচ হিসেবে একমাত্র পেপ গার্দিওলাই ছয়টি শিরোপা জিতেছিলেন।

এছাড়া চলতি মৌসুমে লা লিগায় বার্সা সান মামেসে প্রথম লেগের খেলায় ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছিলো। বার্সার এ ম্যাচে অবশ্য দলের সেরা একাদশ নিয়েই মাঠে নামার পরিকল্পনা রয়েছে। তবে জর্দি আলবা ও জার্মেই ম্যাথিউ’র ইনজুরিতে লেফ্ট-ব্যাকে সার্জিও রোবের্টো অথবা আদ্রিয়ানো শুরু করতে পারেন।

বার্সা নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে অপরাজিত রয়েছে। চার জয়ের বিপরীতে ড্র করেছে একটিতে। অন্যদিকে বিলবাও দুই জয় ও সমান হারের বিপরীতে ড্র করেছে একটিতে।

দু’দলের সর্বশেষ পাঁচবারের মুখোমুখি সাক্ষাতে তিনবার জিতেছে বার্সা। একটি ম্যাচ জিতেছে বিলবাও। বাকি ম্যাচটি ড্র হয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ২০ জানুয়ারি, ২০১৬
এমএমএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।