ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জার্মান বর্ষসেরা মেসুত ওজিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০১৬
জার্মান বর্ষসেরা মেসুত ওজিল ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৫ সালে জার্মান সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন মেসুত ওজিল। আর গত পাঁচ বছরে চারবারই দেশটির সেরা এই খেতাব জিতে অন্যান্য এক নজির গড়লেন এ আর্সেনাল মিডফিল্ডার।



ইংলিশ লিগে চলতি মৌসুমে গানারদের হয়ে কিছুটা সমালোচনা শুনতে হয়েছিলো ওজিলকে। তবে দারুণ দক্ষতায় টানা তিনমাস এমিরেটস স্টেডিয়ামের দলটির সেরা ফুটবলার নির্বাচিত হয়েছিলেন তিনি। সে সঙ্গে জাতীয় দলকেও প্রতিনিধিত্ব করছেন এ বিশ্বকাপ জয়ী তারকা।

ওজিল ৪৫.৯ শতাংশ ভোট পেয়ে এবারে বর্ষসেরা খেতাব জেতেন। দ্বিতীয় হওয়া স্ট্রাইকার থমাস মুলার পেয়েছেন ১৫.৯ শতাংশ ভোট। আর তৃতীয় অবস্থানে থাকা জোনাস হেক্টর পেয়েছেন ১৩.৬ শতাংশ ভোট।

বাংলাদেশ সময়: ১১৫৫ ঘণ্টা, ১৫ জানুয়ারি, ২০১৬
এমএমএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।