ঢাকা: অসুস্থতাজনিত কারণে স্টোক সিটির বিপক্ষে গোলশূন্য ড্র হওয়া ম্যাচটিতে ছিলেন দলের বাইরে। তবে আর্সেনালের জন্য আশার কথা হচ্ছে, চেলসির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে ফিরবেন মেসুত ওজিল।
রোববার (২৪ জানুয়ারি) ইংলিশ লিগের হাইভোল্টেজ ম্যাচে চেলসির মুখোমুখি হবে আর্সেনাল। এমিরেটস স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১০টায় খেলা শুরু হবে।
গত বছরের নভেম্বরের শেষদিকে হ্যামস্ট্রিং ইনজুরিতে ভোগেন সানচেজ। এর পর থেকেই খেলার বাইরে চিলিয়ান তারকা। তবে এখন অনেকটাই নিজের ফিটনেস ফিরে পেয়েছেন ২৭ বছর বয়সী এ ফরোয়ার্ড। অন্যদিকে, চেলসির মুখোমুখি হতে ওজিল পুরোপুরি প্রস্তুত।
ওজিল-সানচেজ ছাড়াও হাঁটুর ইনজুরি কাটিয়ে দলে ফিরতে পারেন মিডফিল্ডার ফ্রান্সিস কোকুইলিন ও ফরোয়ার্ড ড্যানি ওয়েলবেক।
এক সাক্ষাৎকারে ওয়েঙ্গার বলেন, ‘স্টোক সিটির বিপক্ষে না থাকলেও পরবর্তী ম্যাচে ওজিলের খেলা নিয়ে কোনো শঙ্কা নেই। সানচেজের ব্যাপারেও আশা রাখছি। সে ম্যাচ খেলার উপযোগী হবে কিনা তা আগামী দু’দিনের মধ্যেই নিষ্পত্তি হবে। তবে তাকে নিয়ে কোনো ধরনের ঝুঁকি নেব না। আর চেলসি ম্যাচ সামনে রেখে ইতোমধ্যেই অনুশীলনে ফিরেছে কোকুইলিন। আগামী সপ্তাহে ট্রেনিংয়ে যোগ দেবে ওয়েলবেক। ’
বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৬
আরএম