ঢাকা: প্রথমবারের মতো বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিততে মাঠে নামবে নেপাল ও বাহরাইন। স্বাগতিক বাংলাদেশ ফাইনালের এই মঞ্চে নেই।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে আজ (শুক্রবার, ২২ জানুয়ারি) সন্ধ্যা ৫টায় শিরোপা নির্ধারণী ম্যাচে মাঠে নামবে নেপাল-বাহরাইন।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বঙ্গবন্ধু গোল্ডকাপের চতুর্থ আসরের শিরোপা নিয়ে দেশে ফেরার লক্ষ্য জানান দুই দলের দায়িত্বে থাকা কোচ।
‘এ’ গ্রুপের রানার্সআপ হয়ে সেমিফাইনালে ওঠে নেপাল। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট মালদ্বীপকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে বালগোপাল মহারজনের শিষ্যরা।
অন্যদিকে আরেক সেমিফাইনালে স্বাগতিক বাংলাদেশকে ১-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট করে নেয় আসরের চমক দেখানো দল বাহরাইন। বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচ চলাকালীন রেফারির সঙ্গে বাজে আচরণ করে মাঠ ছাড়েন বাহরাইনের কোচ মারজান ইদ। ফাইনালেও ডাগ আউটে থাকতে হতে পারে তাকে। তার সহকারী ডি নশর বেশ ভালোভাবেই দলকে নিয়ে শিরোপা জিততে চান।
ফাইনালের মঞ্চে দুই দলই নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে উঠলেও নেপালকেই এগিয়ে রাখা হচ্ছে। দুরন্ত গতি দিয়ে আসরের প্রথম থেকেই খেলে আসছে নেপালিরা। যদিও শারীরিক সামর্থ্য ও উচ্চতায় বাহরাইনের ফুটবলাররা এগিয়ে। তাই ছেড়ে কথা বলবে না কোনো দলই।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৬
এমআর