ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

খেলা

লেভানোডফস্কির জোড়া গোলে বায়ার্নের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৫৭, ফেব্রুয়ারি ১, ২০১৬
লেভানোডফস্কির জোড়া গোলে বায়ার্নের জয়

ঢাকা: ইনজুরি থেকে দলে ফিরেই দুর্দান্ত পারফরম্যান্স করলেন রবার্ট লেভানোডফস্কি। বুন্দেসলিগায় এ স্ট্রাইকারের জোড়া গোলেই হোফেনহেইমকে ২-০ ব্যবধানে হারায় বায়ার্ন মিউনিখ।



রোববার ঘরের মাঠ আলিয়াঞ্জ অ্যারিনায় হোফেনহেইমের মুখোমুখি হয় বায়ার্ন। আর ম্যাচের দুইঅর্ধে দুটি গোল করে দলকে জেতান পোলিশ তারকা লেভানোডফস্কি।

এদিন ম্যাচের ৩২ মিনিটে দগলাস কস্তার অ্যাসিস্ট থেকে দলের হয়ে লিড নেন লেভানোডফস্কি। আর বিরতির পর খেলার ৬৪ মিনিটে অধিনায়ক ফিলিপ লামের সহায়তায় নিজের জোড়া গোল পূর্ণ করেন তিনি। ম্যাচের বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে পেপ গার্দিওলার শিষ্যরা।

এ জয়ের ফলে ১৯ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের সবার ওপরে বাভারিয়ানরা। চলতি মৌসুমে দলটি মাত্র একটি ম্যাচে হেরেছে ও একটি ম্যাচে ড্র করেছে। বাকি ১৭টি ম্যাচেই জয় তুলে নেয়।

বাংলাদেশ সময়: ০৯৫৮ ঘণ্টা, ০১, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।