ঢাকা, বুধবার, ২৫ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

খেলা

পাতোর চেলসিতে খেলা স্বপ্নের মতো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৫, ফেব্রুয়ারি ২, ২০১৬
পাতোর চেলসিতে খেলা স্বপ্নের মতো ছবি : সংগৃহীত

ঢাকা: ইংলিশ জায়ান্ট চেলসিতে ধারে যোগ দেওয়ার পর প্রথমবারের মতো সাংবাদিকদের মুখোমুখি হলেন ব্রাজিল স্ট্রাইকার আলেক্সেন্ডার পাতো। আর ব্লুজদের দলে খেলতে পারাটা নিজের কাছে ‘একটা স্বপ্ন’ মনে হচ্ছে এ তারকার।



এক সময় ইতালিয়ান ক্লাব এসি মিলানের হয়ে মাঠ মাতিয়েছেন পাতো। তবে পরবর্তীতে বাজে ফর্মের কারণে ব্রাজিলে ফেরত যেতে হয়। কিন্তু সম্প্রতি আবারও পুরোনো ফর্ম ফিরে পাওয়া চার বছর পর ইউরোপে ফেরত আসেন তিনি।

পাতো বলেন, ‘যখন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যাই, তখন চেলসির সমর্থকরা আমাকে স্বাগতম জানায়। এটা আমার জন্য বিশেষ একটি মুহূর্ত। ’

তিনি আরও বলেন, ‘আগে আমি শুধু চিন্তাই করতাম। তবে এখন স্বপ্ন সত্যি হলো। এখনও আমার কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছে। চেলসির জার্সি গায়ে মাঠে নামাটা আমার কাছে সেরা হয়ে থাকবে। ’

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ০২ ফেব্রুয়ারি, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।