ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মোরেনো’র চোখে ভুটানই কঠিন প্রতিপক্ষ

সিনিয়র করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৬
মোরেনো’র চোখে ভুটানই কঠিন প্রতিপক্ষ ছবি: সংগৃহীত

ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপের এবারের আসরে শিরোপা জিতে দাপট দখিয়েছে দক্ষিণ এশিয়া ফুটবলের অন্যতম পরাশক্তি নেপাল। কিন্তু তারপরেও ৫ ফেব্রুয়ারি থেকে ভারতের গুয়াহাটিতে শুরু হওয়া এসএ গেমসের ১২তম আসরের ফুটবলে বাংলাদেশের শক্ত প্রতিপক্ষ ভুটান বলে জানালেন দেশটির অনুর্ধ্ব-২৩ দলের স্প্যানিশ কোচ গঞ্জালো সানচেজ মোরেনো।



বুধবার (৩ ফেব্রুয়ারি) এসএ গেমসে অংশ নিতে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছাড়ার আগে বাফুফে আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটি জানালেন বাংলাদেশের যুবা দলের কোচ।

উল্লেখ্য এসএ গেমসের এবারের আসরে ফুটবলে ‘বি’ গ্রুপে থাকা বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে আছে নেপাল ও ভুটান।

গেল বারের এসএ গেমসে আফগানিস্তানকে হারিয়ে স্বর্ণ জিতেছিল বাংলাদেশ। সেই ধারাবাহিকতা এবারের আসরে ধরে রাখতে চাইলে অর্থা‍ৎ স্বর্ণ জিততে হলে কীভাবে খেলা উচিত? এমন প্রশ্নের জবাবে মরেনো বলেন, ‘স্বর্ণ জিততে বা চ্যাম্পিয়ন হতে হলে আমাদের ধাপে ধাপে জিততে হবে। সেই হিসেবে ৯ ফেব্রুয়ারি আমাদের প্রথম ম্যাচ ভুটানের বিপক্ষে। তাই ওই ম্যাচটি জেতাই আমাদের প্রাথমিক লক্ষ্য। যেহেতু এটা আমাদের প্রথম ম্যাচ তাই ম্যাচটি জিতলে আমাদের সেমিফাইনালের পথ অনেকটাই সহজ হয়ে যাবে। আর সেটা সম্ভব হলে দল আত্নবিশ্বাসী হবে যা ১১ ফেব্রুয়ারি নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচে জিততে সহায়ক ভূমিকা পালন করবে। ’

ভুটানের বিপক্ষে জিততে হলে দলকে কীভাবে খেলতে হবে বলে আপনি মনে করেন? উত্তরে তিনি জানালেন, জয়ের সমীকরণ মাথায় রেখে মাঠে নেমে নিজেদের সহজ খেলাটি খেললেই দল জিতবে। ’

কাজটি কতটা সহজ হবে? উত্তরে বললেন ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ শেষ হবার পরেই দল অনুশীলনে নেমেছে। প্রস্তুতি যা হয়েছে তাতে জয় পেতে খুব সমস্যা হবার কথা নয়। এছাড়াও আমাদের অনূর্ধ্ব-২৩ দলটির সঙ্গে আছে জাতীয় দলের ৮ খেলোয়াড়। তাই অভিজ্ঞতা ও মাঠের রণ কৌশলে এগিয়ে থাকবো আমরাই। আর আমার শিষ্যরা আগের মতো নেই। প্রস্তুতির এই ক’দিনে তারা নিজেদের বেশ গুছিয়ে নিয়েছে। আশা করছি তারা বেশ ভাল খেলাই উপহার দিতে পারবে। ’

এদিকে, পারিবারিক কাজের জন্য এসএ গেমসে খেলতে অপারগতা প্রকাশ করেছেন ফরোয়ার্ড শাখাওয়াত হোসেন রনি। তার পরিবর্তে দলে আসবেন নাবিব নেওয়াজ জীবন বলে জানালেন লাল-সবুজের যুবাদের কোচ।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ৩ ফেব্রুয়ারি, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।