ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

খেলা

নেপালের বিপক্ষে হার দিয়ে শুরু সানজিদাদের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৯, ফেব্রুয়ারি ৫, ২০১৬
নেপালের বিপক্ষে হার দিয়ে শুরু সানজিদাদের

ঢাকা: শিলংয়ের জহরলাল নেহেরু স্টেডিয়ামে এশিয়ান গেমসের (এসএ গেমস) ১২তম আসরে নেপালের মেয়েদের বিপক্ষে হার দিয়ে শুরু করেছে বাংলাদেশের মহিলা ফুটবল দল। নেপালিদের বিপক্ষে ৩-০ গোলের পরাজয় নিয়ে চলতি আসর শুরু করেছে বাংলাদেশ মহিলা দল।



ম্যাচের প্রথমার্ধেই মূলত ছিটকে পড়ে মারিয়া, সানজিতা, সাবিনারা। ম্যাচের তৃতীয় মিনিটেই নেপালকে গোল পাইয়ে দেন দীপা অধিকারী। ১৮তম মিনিটে ব্যবধান দ্বিগুন করেন আনু লামা আর দলের তৃতীয় গোলটি করেন মিডফিল্ডার নিরু থাপা। ম্যাচের ২১ মিনিটের মাথায় তৃতীয় গোল হজম করে বাংলাদেশ।

এরপর আর ম্যাচে ফিরতে পারেনি গোলাম রব্বানি ছোটনের ছাত্রীরা। ডিফেন্সিভ খেলে ম্যাচের বাকি সময় পার করলে ৩-০ গোলের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ মহিলা ফুটবল দল।

আগামী রোববার স্বাগতিক ভারতের বিপক্ষে লড়বে সানজিদারা।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৬
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।