ঢাকা, বৃহস্পতিবার, ২৬ আষাঢ় ১৪৩২, ১০ জুলাই ২০২৫, ১৪ মহররম ১৪৪৭

খেলা

ফেনী সীমান্তে বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২:৫১, ফেব্রুয়ারি ৬, ২০১৬
ফেনী সীমান্তে বিজিবি-বিএসএফ প্রীতি ভলিবল ম্যাচ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফেনী: ফেনী সীমান্তে বিজিবি ও বিএসএফ সদস্যদের মধ্যে একটি প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।  

ফেনী জয়লস্কর-৪ বিজিবির ব্যবস্থাপনায় জোয়ার কাছাড় টিভি হাসপাতাল মাঠে শুক্রবার (০৫ ফেব্রুয়ারি) আয়োজন করা হয় ম্যাচটির।


 
এতে ভারতের বিএসএফকে (বর্ডার সিকিউরিটি ফোর্স) ২-১ গেমে পরাজিত করে বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা।

এসময় উপস্থিত ছিলেন ৪ বর্ডার গার্ডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামীম ইফতেখার, ১০ বর্ডার গার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক মোহাম্মদ মোখলেছুর রহমান ও উপ অধিনায়ক কাজী ওবায়দুর রেজা, কোয়াটার মাস্টার এবিএম জাহাঙ্গীর আলম, ৪ বর্ডার গার্ড এবং ৮৬ ব্যাটালিয়ান বিএসএফএর কমান্ডার শ্রী মনোস কুমার, ১৪৫ ব্যাটালিয়ানের কমান্ডার শ্রী অমিতাভ রায়সহ ৩১ সদস্যের প্রতিনিধি দল।

খেলায় বিএসএফ দলের দলনেতা ছিলেন রমজান মোহাম্মদ। বিজিবি দলের দলনেতা ছিলেন হাবিলদার মাহবুবুল হক।

বাংলাদেশ সময়: ০২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০১৬
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।