ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দুর্দান্ত লিচেস্টার-ভার্ডির চুক্তি নবায়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৬
দুর্দান্ত লিচেস্টার-ভার্ডির চুক্তি নবায়ন ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ লিগে সব জায়ান্ট দলকে পেছনে ফেলে দুর্দান্ত গতিতে ছুটছে লিচেস্টার। এখন পর্যন্ত সর্বোচ্চ গোলস্কোরারও লিচেস্টারের জেমি ভার্ডি।

এবার নিজের অসাধারণ পারফরম্যান্সের পুরস্কার পেলেন ২৯ বছর বয়সী এ ইংলিশ স্ট্রাইকার। চুক্তি নবায়নে ২০১৯ সাল পর্যন্ত কিং পাওয়ার স্টেডিয়ামে থাকছেন ভার্ডি।

লিচেস্টারের সঙ্গে নতুন করে সাড়ে তিন বছরের চুক্তি সম্পন্ন করেছেন ভার্ডি। তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০১৮ সাল পর্যন্ত।

লিগে সর্বোচ্চ গোলদাতার তালিকায় একক আধিপত্য ভার্ডির। চলতি মৌসুমে এরই মধ্যে ২৪টি লিগ ম্যাচে প্রতিপক্ষের জালে ১৮ বার বল জড়িয়েছেন দুর্দান্ত ফর্মে থাকা এ স্ট্রাইকার। তার হাত ধরে লিচেস্টারও যেন উড়ছে!

শিরোপার দৌড়ে সব ফেভারিট দলকে ছাপিয়ে পয়েন্ট টেবিলের পাঁচ পয়েন্টের লিড নিয়েছে এ মৌসুমের চমক লিচেস্টার। নিজেদের সর্বশেষ ম্যাচে ম্যানসিটির মাঠেই ৩-১ গোলের দাপুটে জয় পায় তারা। এক কথায়, বলে কয়েই প্রতিপক্ষকে একের পর হারের দুঃস্বপ্ন উপহার দিয়ে যাচ্ছে লিচেস্টার।

উল্লেখ্য, নিজের ২৭ বছর বয়সের আগ পর্যন্ত ভার্ডির শীর্ষ লিগের ম্যাচ খেলারই অভিজ্ঞতা ছিল না। অথচ চলতি মৌসুমে ইংলিশ লিগে প্রতিনিয়তই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন চমকে দেওয়া দেওয়া এ স্ট্রাইকার।

তৃতীয় বিভাগের দল ফ্লিটউড টাউন থেকে ২০১২ লিচেস্টারে যোগ দেন ভাডি। লিচেস্টারও ইংলিশ লিগের নিয়মিত দল নয়। শীর্ষ লিগে খেলতে ২০১৪-১৫ মৌসুম পর্যন্ত ভার্ডিকে অপেক্ষায় থাকতে হয়।

এর আগের দুই মৌসুমে (২০১২-১৩, ২০১৩-১৪) ইংলিশ ফুটবলের প্রথম বিভাগীয় টুর্নামেন্ট ফুটবল লিগ চ্যাম্পিয়নশিপে খেলেন ভার্ডি। সব মিলিয়ে ক্লাবের হয়ে এখন পর্যন্ত তার গোলসংখ্যা ১৩২ ম্যাচে ৪৪টি।

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।