ঢাকা: ১২তম দক্ষিণ এশিয়ান গেমসের শুরুটা ভালো করতে পারেনি বাংলাদেশ হকি দল। পুরুষদের এই ইভেন্টে ভারতের কাছে হেরেছে বাংলাদেশ।
ম্যাচের দশম মিনিটে সোমান্না ফিল্ড গোলে ভারতকে এগিয়ে নেন। ২৭ মিনিটের মাথায় পেনাল্টি গোল থেকে লিড দ্বিগুন করেন গগনপ্রিত। তিন মিনিট পরেই আবারো পেনাল্টি গোল করে দলকে ৩-০তে এগিয়ে নেন নিলম।
তবে, ৪২ মিনিটে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশের হয়ে ব্যবধান কমান মিলন। তার একমাত্র গোলে স্কোর দাঁড়ায় ৩-১।
৬৯ মিনিটের মাথায় ভারতের উমর গোল করে স্বাগতিকদের স্কোর এগিয়ে নিয়ে যান ৪-১ গোলের ব্যবধানে। বাকিটা সময় আর কোনো গোল হয়নি।
দিনের অপর ম্যাচে পাকিস্তান ৩-০ গোলে হারায় শ্রীলঙ্কাকে। পুরুষ এ ইভেন্টের ম্যাচে পাকিস্তানের হয়ে গোল করেন আব্বাস, শাহ এবং কাদির।
এদিকে, মেয়েদের হকির ইভেন্টে ভারত ২৪-০ গোলের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে নেপালকে। ভারতের হয়ে তিনটি করে গোল করেন রানী, কাউর, নেহা, দিপিকা। চারটি করে গোল করেন বারলা, ইয়েনদালা। আর দুটি করে গোল করেন কাউর (২) ও প্রীতি।
বাংলাদেশ সময়: ০০১০ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি ২০১৬
এমআর