ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

খেলা

অপরাজিত থাকতে পারলো না মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:৫৭, মার্চ ৭, ২০১৬
অপরাজিত থাকতে পারলো না মিলান ছবি : সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান সিরিআ লিগে টানা ১০ ম্যাচ অপরাজিত থাকার পর হার দেখতে হলো এসি মিলানকে। সাসোউলোর বিপক্ষে ২-০ গোলে হেরে গেছে জায়ান্ট দলটি।



রোববার স্তাদিও ছিটা দেল ট্রিকোলোরেতে আতিথিয়েতা নিতে যায় মিলান। তবে ম্যাচের প্রথম থেকেই বাজে ফুটবল খেলা দলটি শেষ পর্যন্ত হারকেই সঙ্গী করে মাঠ ছাড়ে।

ম্যাচের ২৭ মিনিটে জোসেপ ডানকান স্বাগতিকদের হয়ে গোলের সূচনা করেন। আর দ্বিতীয়ার্ধের ৭১ মিনিটে নিকোল সানসোনে আরেকটি গোল করে মিলানের হার নিশ্চিত করেন।

এ হারের ফলে ২৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ছয়ে রয়েছে মিলান। সমান ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে জুভেন্টাস।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, ০৭ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।