ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

খেলা

পিএসজির কাছে কস্তাকে হারাচ্ছে চেলসি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, মার্চ ৮, ২০১৬
পিএসজির কাছে কস্তাকে হারাচ্ছে চেলসি ছবি: সংগৃহীত

ঢাকা: শুধুমাত্র চ্যাম্পিয়নস লিগের গুরুত্বপূর্ণ ম্যাচেই পিএসজির মুখোমুখি হচ্ছে না চেলসি। দিয়েগো কস্তাকে ধরে রাখতেও যে ফরাসি চ্যাম্পিয়নদের রুখতে হবে ব্লুজদের! ব্রিটিশ জনপ্রিয় দৈনিক ‘দ্য ডেইলি স্টার’র বরাত দিয়ে গোল ডট কম এমন খবরই প্রকাশ করেছে।



বুধবার (৯ মার্চ) চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত চেলসি ও পিএসজি একে অপরের মুখোমুখি হবে। স্ট্যামফোর্ড ব্রিজে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ২টায় হাইভোল্টেজ ম্যাচটি শুরু হবে। প্রথম লেগ শেষে ২-১ গোলে এগিয়ে ফ্রেঞ্চ জায়ান্টরা।

গাস হিডিঙ্কের দলের আশা, ঘরের মাঠে পিএসজির বিপক্ষে ঘুরে দাঁড়িয়ে শেষ আট নিশ্চিত করবে তারা। কিন্তু, তাদের এই আশাতেও থাকতে হবে, পিএসজির আগ্রহে যেন কস্তার মাথা নড়ে না বসে।

শুধুমাত্র পিএসজিই নয়, ব্রাজিল বংশোদ্ভূত কস্তাকে ফিরিয়ে আনতে তার সাবেক ক্লাব অ্যাতলেতিকো মাদ্রিদও আগ্রহী। বেশ কিছুদিন ধরেই এমন গুঞ্জন চলছে। যদিও এ ব্যাপারে কোনো পক্ষই এখনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। গ্রীষ্মকালীন দলবদলের বাজারেই হয়তো সব জল্পনা-কল্পনার অবসান ঘটবে।

বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।