ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

খেলা

ক্রীড়া সংগঠক ফজলুল হক খান আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, মার্চ ৯, ২০১৬
ক্রীড়া সংগঠক ফজলুল হক খান আর নেই

ঢাকা: বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও ৮০ দশকে ঢাকা মোহামেডানের সাবেক সাধারণ সম্পাদক প্রকৌঃ ফজলুল হক খান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে .....)।
 
বুধবার (৯ মার্চ) দুপুর ১২টায় বার্ধক্যজনিত কারণে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।
 
বুধবার (৯ মার্চ)  দুপুরে বাংলাদেশ ফুটবল ফেডারেশন এক প্রেস বিজ্ঞপ্তিতে বিশিষ্ট এই ক্রীড়া সংগঠকের মৃত্যুর খবর নিশ্চিত করে।
 
মৃত্যুকালে প্রকৌশলী ফজলুল হক স্ত্রী, তিন ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার (১০ মার্চ) সকাল ১১টায় মোহামেডান ক্লাব তার নামাজের জানাজা অনুষ্ঠিত হবে।
 
প্রকৌঃ ফজলুল হক খানের মৃত্যুতে বাংলাদেশ ফুটবলের সভাপতি কাজী মো: সালাহউদ্দিন, সিনিয়র সহ সভাপতি সালাম মুর্শেদি, সহ সভাপতি, সাধারণ সম্পাদকসহ নির্বাহি কমিটির কর্মকর্তাগণ, বাফুফের সকল স্ট্যান্ডিং কমিটি ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ গভির শোক প্রকাশ করেছেন।
 
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ৯ মার্চ, ২০১৬
এইচএল/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।