ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

খেলা

নিষেধাজ্ঞার বিপরীতে গ্যালাতাসারের আপিল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৩৬, মার্চ ৯, ২০১৬
নিষেধাজ্ঞার বিপরীতে গ্যালাতাসারের আপিল ছবি : সংগৃহীত

ঢাকা: ইউরোপিয়ান প্রতিযোগিতায় গ্যালাতাসারের বিরুদ্ধে উয়েফার করা এক বছরের নিষেধাজ্ঞার বিপরীতে আপিল করেছে ক্লাবটি। কোর্ট অব অ্যারবিট্রেশনে আপিল করার ব্যাপারটি নিশ্চিত করেছেন ক্লাব প্রেসিডেন্ট দুরুসুন ওজবেক।



ফিনানসিয়াল ফেয়ার প্লে‘র আইনে এক বছরের জন্য নিষিদ্ধ হয় গ্যালাতাসারে। যার কারণে আগামী দুটি মৌসুম তার্কিশ ক্লাবটিকে ইউরোপিয়ান প্রতিযোগিতার বাইরে থাকতে হবে।

তবে ওজবেক বিশ্বাস করেন আপিলের রায় তাদের পক্ষেই যাবে। আর নিষেধাজ্ঞা কাটিয়ে তারা প্রতিযোগিতায় ফিরতে পারবে।

চলতি মৌসুমে চ্যাম্পিয়নস লিগে গ্রুপ ‘সি’তে তৃতীয় হয়ে শেষ করে গ্যালাতাসারে। পরবর্তীতে ইউরোপা লিগে শেষ ৩২’এর খেলায় ল্যাজিওর কাছে হেরে বাদ পড়ে দলটি।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ০৯ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।