ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

খেলা

বার্সাতেই থাকছেন নেইমার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৪৬, মার্চ ১০, ২০১৬
বার্সাতেই থাকছেন নেইমার ছবি: সংগৃহীত

ঢাকা: ফুটবল ক্লাব বার্সেলোনায় ভালো আছেন নেইমার। এমনটি জানিয়ে দলটির স্পোটিং ডিরেক্টর রবার্ট ফার্নান্দেজ আত্মবিশ্বাসী ব্রাজিলিয়ান অধিনায়ক স্প্যানিশ জায়ান্ট দলটির হয়েই খেলবেন।



সম্প্রতি গুঞ্জন উঠেছিলো প্রতিদ্বন্দ্বী ক্লাব রিয়াল মাদ্রিদে পাড়ি দেবেন নেইমার। তবে চলতি মাসেই বার্সার সঙ্গে আলোচনায় বসেছেন তিনি। যদিও কাতালানদের সঙ্গে এখনও কোন চুক্তিতে যাননি তরুণ এ স্ট্রাইকার।

এদিকে ফার্নান্দেজ নিশ্চিত সাবেক সান্তোস তারকা বার্সাতে সুখে রয়েছেন। ‘ গত তিন মাস আগে আমি যা বলেছিলাম, এখনও তাই বলতে চাই। নেইমার বার্সাতেই নিয়মিত খেলবে কারণ সে এখানে ভালো আছে। ’

নেইমার চলতি মৌসুমে ২৪ ম্যাচে ১৮টি গোল করেছেন। পাশাপাশি তার সহায়তায় আরও ১০টি গোল হয়েছে। বার্সা বর্তমানে অ্যাতলেটিকো মাদ্রিদ থেকে আট পয়েন্ট এগিয়ে লা লিগার পয়েন্ট টেবিলে শীর্ষে রয়েছে।

বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, ১০ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।