ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

খেলা

গাড়ি চুরি করতেন লেভানডফস্কি!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:০১, মার্চ ১১, ২০১৬
গাড়ি চুরি করতেন লেভানডফস্কি! ছবি: সংগৃহীত

ঢাকা: নিজের প্রথম আত্মজীবনী নিয়ে এসেছেন রবার্ট লেভানডফস্কি। বায়ার্ন মিউনিখ তারকা জানান, ছোটবেলার দিনগুলোতে তিনি বেশ দুরন্ত প্রকৃতির ছিলেন।

লাইসেন্স ছাড়াই নাকি গাড়ি চালাতে অভ্যস্ত ছিলেন পোলিশ স্ট্রাইকার। আর বর্তমানে তার স্পিড রেকর্ড ঘণ্টায় সর্বোচ্চ ১৯৮ মাইল।

চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত ৪০ ম্যাচে ৩৯টি গোল করেছেন ২৭ বছর বয়সী লেভানডফস্কি। কিন্তু, একজন শিশু হিসেবে, পোলিশ তারকা নতুন বই ‘মাই ট্রু স্টোরি’তে স্বীকার করেছেন, তার দ্রুত গতিতে গাড়ি চালানোর অভ্যাস ছিল।

আত্মজীবনীতে লেভানডফস্কি উল্লেখ করেন, ‘আমি প্রায়ই আমার মায়ের গাড়ি নিয়ে যেতাম। যদিও অবশ্যই আমি এখন জানি, এটা সঠিক ছিল না। আমি কম বয়সী ছিলাম এবং ড্রাইভিং করার কোনো লাইসেন্স ছিল না। ’

ড্রাইভিং করাটা যে এখনো বড় শখ তাও নিশ্চিত করেন লেভানডফস্কি। বিশ্বের অন্যতম শীর্ষ লেভেলের স্ট্রাইকার হওয়ার পর থেকেই তিনি এটি আরো উপভোগ করছেন। এ ব্যাপারে তার ভাষ্য, ‘প্রসঙ্গক্রমে, এটা এমন একটা জিনিস (ড্রাইভিং) সময় পেলে যেটা আমি আজকেই করতে চাইবো। এখন যদিও আমি রেস ট্র্যাকে যাই। আমার স্পিড রেকর্ড ঘণ্টায় ৩২০ কি.মি. (১৯৮ মাইল)। আমি এড্রিনালিন (গাড়ি) চাই। ’

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, মার্চ ১১, ২০১৬
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।