ঢাকা, সোমবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২১ জুলাই ২০২৫, ২৫ মহররম ১৪৪৭

খেলা

মেসিকে থামানো অসম্ভব: আনচেলত্তি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৩৭, মার্চ ১২, ২০১৬
মেসিকে থামানো অসম্ভব: আনচেলত্তি ছবি: সংগৃহীত

ঢাকা: কার্লো আনচেলত্তি ছিলেন রিয়াল মাদ্রিদের কোচ। তবে তিনি প্রশংসা মেতেছেন বার্সেলোনা স্ট্রাইকার মেসির।

এমনকি এও জানিয়ে দিয়েছেন, আর্জেন্টাইন অধিনায়ক পুরোপুরি ফিট থাকলে তাকে থামানো অসম্ভব।

গত জানুয়ারি মাসে ক্রিস্টিয়ানো রোনালদোকে পেছনে ফেলে পঞ্চমবারের মতো ফিফা ব্যালন ডি’অর জেতেন মেসি। সে সময় কাতালানদের হয়ে করেছেন ৩৫টি গোল। আর তার দুর্দান্ত পারফরম্যান্সেই সেবার ট্রেবল জেতে লুইস এনরিকের শিষ্যরা।

মেসির প্রশংসা করতে গিয়ে আনচেলত্তি বলেন, ‘মেসিকে মার্কিং করা খুবই কঠিন। কোন ডিফেন্ডার তাকে মার্কিং করতে হলে বড় পর্যায়ের ফুটবলার হতে হবে। ’

ফুটবল দুনিয়ায় সফল এ কোচ আরও বলেন, ‘মেসিকে থামানোর বড় উপায় হচ্ছে দলগতভাবে আটকানো। আর তাকে মাঠে কম জায়গা দেওয়া সেই সঙ্গে বলকে টাচ করতে না দেওয়া। এর জন্য একটি দলের মধ্যমাঠ হতে হবে শক্তিশালী। তাহলে অন্তত কিছুটা বিপদমুক্ত হওয়া যাবে। ’

তিনি আরও যোগ করেন, ‘তবে মেসি যদি শতভাগ সুস্থ থাকে তবে তাকে থামানো অসম্ভব। এটা ব্যাপার না কে দলের কোচ বা খেলার সূত্র কি? সে কি করবে আসলে কেউই জানে না। সুতরাং তাকে আটকানো অসম্ভব। ’

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, ১২ মার্চ, ২০১৬
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।