ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

খেলা

যে রেকর্ড চায়নি মেসি-বার্সা!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:১৭, মার্চ ১৩, ২০১৬
যে রেকর্ড চায়নি মেসি-বার্সা! ছবি : সংগৃহীত

ঢাকা: ফুটবল ক্লাব বার্সেলোনার হয়ে প্রায় সব রেকর্ডের মালিকই লিওনেল মেসি। আসলে ফুটবল বিশেষজ্ঞরা বলে থাকেন মেসি রেকর্ডের কাছে যান না, রেকর্ডই মেসির কাছে আসে।

তবে বার্সার সর্বশেষ গেটাফের বিপক্ষে ম্যাচে এমন একটি রেকর্ডের মালিক হলেন মেসি, যেটি তিনি কখনই চাননি।

শনিবার রাতে গেটাফের বিপক্ষে বার্সা ৬-০ গোলের বিশাল ব্যবধানে জয় পায়। দলের এ জয়ের একটি গোল ও তিনটি গোলে সহায়তা করেন আর্জেন্টাইন অধিনায়ক। তবে ম্যাচে একটি পেনাল্টি মিস হয় মেসির পা থেকে। এরই ফলে বাজে একটি রেকর্ডের মালিক বনে যান তিনি।

মেসি বর্তমানে কাতালানদের লা লিগা ইতিহাসে সর্বোচ্চ আটবার পেনাল্টি মিস করা ফুটবলার। এর আগে লিগে বার্সার হয়ে সাতবার পেনাল্টি মিস করে সবার ওপরে ছিলেন সাবেক ক্যামেরুণ স্ট্রাইকার স্যামুয়েল ইতো।

এদিকে মেসির পাশাপাশি এদিন বার্সাও একটি বাজে রেকর্ডের সাক্ষী হলো। লা লিগার এক মৌসুমে সর্বোচ্চ আটবার পেনাল্টি মিস করা দল এখন লুইস এনরিকের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১৬১৯ ঘণ্টা, ১৩ মার্চ, ২০১৬
এমএমএস

** গেটাফের জালে বার্সার গোল উৎসব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।